725 কোটি টাকায় Ford এর কারখানা কিনে নিল Tata Motors, তৈরি হবে বৈদ্যুতিক গাড়ি, পুরনো কর্মীদের কাজে বহাল

Published on:

Tata Motors EV subsidiary acquires Ford's Sanand plant

ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল আগেই। এবার আনুষ্ঠানিক ভাবে গুজরাতের সানন্দে মার্কিন বহুজাতিক গাড়ি সংস্থা ফোর্ড (Ford)-এর কারখানা কিনে নিল টাটা মোটরস (Tata Motors)-এর বৈদ্যুতিক গাড়ি তৈরি শাখা টাটা মোটরস প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড (TPEML)। গতকাল গভীর রাতে স্টক একচেঞ্জকে অধিগ্রহণের কথা জানিয়েছে টাটা। পুরো জমি, বিল্ডিং, ভেহিকেল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, মেশিন, ও ইকুইপমেন্ট ৭২৫.৭ কোটি টাকায় কিনেছে দেশের তৃতীয় বৃহত্তম যাত্রী গাড়ি নির্মাতাটি‌।

গত কাল দুই সংস্থার মধ্যে ইউনিট ট্রান্সফার এগ্রিমেন্ট সাক্ষরিত হয়েছে। এর ফলে ফোর্ডের সমস্ত যোগ্য কর্মীরা টাটায় কাজ করার সুযোগ পাবেন। উল্লেখ্য, সানন্দে ফোর্ডের ওই কারখানায় আগে জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ি তৈরি হলেও, তা টাটার হাতে যাওয়ার পর সেখানে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন হবে। আর্থিক চুক্তি সম্পূর্ণ হওয়ার কারণে ফোর্ডের উৎপাদন কেন্দ্রের লোকবল, যন্ত্রাংশ, জমি, অফিস সবই টাটার হাতে হস্তান্তর করা হয়েছে।

তবে সানন্দে ফোর্ড তাদের ৪৬০ একর জমির মধ্যে ১১৫ একরে ইঞ্জিন উৎপাদনের কাজ জারি রাখবে। গাড়ি তৈরি বন্ধ হলেও এখনও রফতানির জন্য ইঞ্জিন নির্মাণ করে ফোর্ড। বিক্রি করার পর টাটার কাছ থেকে ওই জমি লিজে নেবে তারা। ইতিমধ্যেই দেশে গাড়ি তৈরি বন্ধ করে পাততাড়ি গুটিয়েছে মার্কিন সংস্থাটি। ভবিষ্যতে ইঞ্জিন রপ্তানি বন্ধ হলেও, সেখানকার পুরনো যোগ্য কর্মীদের চাকরি দেওয়ার কথা জানিয়েছে টাটা। ওই ম্যানুফ্যাকচারিং ফ্ল্যান্টের উপর এখন প্রত্যক্ষভাবে ৩,০৪৩ জন এবং পরোক্ষভাবে ২০,০০০ জন কর্মী নির্ভরশীল।

প্রসঙ্গতে, সানন্দে ফোর্ডের ওই কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা তিন লক্ষ ইউনিট। বছরে সেটা চার লক্ষ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে টাটা। আবার এর অনতিদূরে  টাটার আরও একটি উৎপাদন কেন্দ্র রয়েছে। ফলে আরও সুবিধার সাথে গাড়ি নির্মাণ ও সেগুলির বিতরণ করতে পারবে টাটা।

সঙ্গে থাকুন ➥