কলকাতার সংস্থাকে 1000 ইলেকট্রিক গাড়ি সরবরাহের বরাত পেল Tata Motors

Published on:

ইদানিং বৈদ্যুতিক গাড়িতে আগ্রহ দেখাতে শুরু করেছে অ্যাপ নির্ভর ক্যাব সংস্থাগুলি। পরিবেশ দূষণের মাত্রা কমাতে সরকারের কড়া নিয়ন্ত্রণের বার্তা সেই ঝোঁক বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এবার পশ্চিমবঙ্গ-সহ পূর্বের রাজ্যগুলিতে বড় সংখ্যায় পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি রাস্তায় নামাতে চলেছে স্টিলম্যান গোষ্ঠীর (Steelman Group) সহযোগী তথা কলকাতার অ্যাপ ক্যাব সংস্থা ইসি হুইলস ইন্ডিয়া (EC Wheels India)। এই উদ্যোগে তাদের সাথে সামিল হয়েছে টাটা মোটরস (Tata Motors)। সংস্থাটির কাছ থেকে ১,০০০টি XPRES T EV মডেলের ইলেকট্রিক সেডান সরবরাহের বরাত পেয়েছে টাটা। পূর্ব ভারতে ফ্লিট সেগমেন্টে ব্যাটারি পরিচালিত গাড়ি মোতায়েনের ক্ষেত্রে যা এখনও পর্যন্ত সবচেয়ে বড় অর্ডার হিসাবে দাবি করা হয়েছে।

সম্প্রতি ব্লুস্মার্ট ইলেকট্রিক মোবিলিটি (BlueSmart Electric Mobility)-র থেকেও ওই একই গাড়ির ১০,০০০ ইউনিট সরবরাহের বরাত পেয়েছে টাটা। যা দেশের বৃহত্তম ইলেকট্রিক ভেহিকেল ফ্লিট অর্ডার হিসাবে চিহ্নিত করা হয়েছে৷ এরপর আবার নতুন বরাত টাটার মুখের হাসি দীর্ঘায়িত করেছে চলেছে বলেই ধারণা সংশ্লিষ্ট মহলের। এই প্রসঙ্গে টাটার বক্তব্য, XPRES T EV গাড়িগুলি ধাপে ধাপে ইসি হুইলস ইন্ডিয়াকে শীঘ্রই ডেলিভারি দেওয়া শুরু হবে।

সংস্থার সিনিয়র জেনারেল ম্যানেজার রমেশ দোরাইরাজন বলেন, “টাটা মোটরস বরাবর বৈদ্যুতিক গাড়ির দ্রুত গ্রহণের বিষয় প্রাধান্য দিয়ে এসেছে। ভারতের ইলেকট্রিক মোবিলিটির বাজারকে এগিয়ে যেতে সাহায্য করছে। ইসি হুইলসের সাথে জোটবদ্ধ হতে পেরে আমরা আপ্লুত। এর ফলে দেশের পূর্বাংশে বৈদ্যুতিক সেডান গাড়ির বৃহত্তম মোতায়েনের সুযোগ পেয়েছি আমরা।”

প্রসঙ্গত, বর্তমানে ভারতে ব্যক্তিগত ব্যবহারের বৈদ্যুতিক যাত্রীবাহী গাড়ির বাজারে ৮০% মার্কেট শেয়ারের মাধ্যমে নিজের কায়েম বজায় রেখেছে টাটা মোটরস। আবার বাণিজ্যিক ক্ষেত্রে লিজে দেওয়া বৈদ্যুতিক গাড়ির বাজারে তাদের অংশীদারিত্ব ৯০% বলে জানিয়েছে টাটা। দীর্ঘতর সুরক্ষার তালিকা, ফাস্ট চার্জিংয়ের সমাধান, প্রিমিয়াম ইন্টেরিয়ার থিমের সাথে হাতের নাগালের মূল্যে চমকদার পারফরম্যান্সের জন্য কমার্শিয়াল ক্ষেত্রে XPRES T EV গাড়িটির চাহিদা এত বেশি বলে জানান দোরাইরাজন।

প্রসঙ্গত, টাটা গত বছরের জুলাইয়ে এক্সপ্রেস ব্র্যান্ড লঞ্চ করেছিল। আর সেটির প্রথম মডেল হল এক্সপ্রেস-টি ইলেকট্রিক সেডান। এটি ২১.৫ কিলোওয়াট আওয়ার ও ১৬.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়েন্টে উপলব্ধ। পুরোপুরি চার্জে যথাক্রমে ২১৩ কিলোমিটার ও ১৬৫ কিলোমিটার চলতে পারে। ব্যাটারি প্যাক ফাস্ট চার্জার দিয়ে যথাক্রমে ৯০ মিনিট ও ১১০ মিনিটে ব্যাটারি ০-৮০%  চার্জ দেওয়া যায়  ১৫ অ্যাম্পিয়ার প্লাগ দিয়েও চার্জ করা যায়। সুরক্ষার দিক থেকে এতে ডুয়েল এয়ারব্যাগ এদং ইবিডি সহ এবিএস আছে।

সঙ্গে থাকুন ➥