Tata Sky গ্রাহকদের জন্য বড় খবর, বন্ধ করা হচ্ছে বাংলা সহ এই ৩৬টি চ্যানেল প্যাকেজ

Avatar

Published on:

দেশের বৃহত্তম ডিটিএইচ অপারেটর Tata Sky তাদের চ্যানেল তালিকায় পরিবর্তন আনছে। গত মাসেই টাটা স্কাই বেশ কিছু চ্যানেল নম্বর পরিবর্তন করেছিল। এবার তারা ৩৬ টি কাস্টম কিউরেটেড প্যাকেজ বন্ধ করতে চলেছে। এই প্যাগুলির মধ্যে রয়েছে বাংলা বেসিক থেকে শুরু করে ফ্যামিলি কিডস এর মত বিভিন্ন প্যাকেজ। ১৬ অক্টোবর থেকে এই প্যাকেজগুলি আর রিচার্জ করা যাবেনা। Tata Sky তাদের ওয়েব পোর্টালে কমপ্লায়েন্স সেকশনে এই পরিবর্তনের কথা জানিয়েছে।

Tata Sky বন্ধ করে দিচ্ছে এই ৩৬টি কাস্টম কিউরেটেড প্যাকেজ

১. Marathi Hindi Basic 1
২. Bengali Hindi Basic HD 1
২. Semi-annual Gujarati Hindi Basic
৪. Family Kids HD 1
৫. Hindi Basic 1 WB
৬. Semi-annual Gujarati Hindi Basic HD
৭. Bengali Hindi Family Kids HD 1
৮. Family Kids WB
৯. Hindi Basic HD 1 WB
১০. Family Kids HD 1 WB
১১. Marathi Hindi Basic
১২. Bengali Hindi Basic
১৩. Hindi Basic
১৪. Family Kids HD
১৫. Bengali Hindi Family Kids
১৬. Marathi Hindi Basic HD
১৭. Marathi Hindi Family Kids HD
১৮. Bengali Hindi Family Kids HD
১৯. Family Kids
২০. Marathi Hindi Family Kids HD 1
২১. Hindi Basic 1 MH
২২. Bengali Hindi Basic HD
২৩. Family Kids MH
২৪. Hindi Basic HD 1 MH
২৫. Semi-annual Marathi Hindi Basic HD
২৬.Hindi Basic 1
২৭.Hindi Basic HD 1
২৮. Semi-annual Marathi Hindi Basic
২৯. Semi-annual Hindi Basic HD
৩০. Bengali Hindi Basic 1
৩১. Marathi Hindi Basic HD
৩২. Marathi Hindi Family Kids HD
৩৩. Bengali Hindi Family Kids HD
৩৪. Family Kids
৩৫. Marathi Hindi Family Kids HD 1
৩৬. Marathi Hindi Basic HD 1

Tata Sky গত মাসে তাদের ইলেকট্রনিক প্রোগ্রামিং গাইড (EPG) নম্বর পরিবর্তন করেছে। ইংরাজি বিনোদনের পাশাপাশি তামিল, কন্নড়, মারাঠি এবং বাংলার কিছু আঞ্চলিক চ্যানেলের নম্বরও এর ফলে পরিবর্তিত হয়েছে। তার উপর আবার এই নতুন পরিবর্তন।

এদিকে Tata Sky বন্ধ হতে চলা প্যাকেজের নিকটবর্তী প্যাকেজের বিষয়েও জানিয়েছে। সুতরাং চিন্তার কোন কারণ নেই। অনুমান করা হচ্ছে যে ১৬ অক্টোবরের পর বন্ধ হওয়া প্যাকের কোনো নিকটবর্তী প্যাকে ইউজারদের স্থানান্তরিত করে দেওয়া হবে।

সঙ্গে থাকুন ➥