নতুন রেকর্ড Tesla-র, বৈদ্যুতিক গাড়ি দ্রুত চার্জ দেওয়ার জন্য 35 হাজার Superchager স্থাপন

Avatar

Published on:

যাত্রা শুরু হয়েছিল ২০১২ সালের সেপ্টেম্বরে ছয়টি চার্জিং স্টেশনের হাত ধরে। দশ বছর সম্পূর্ণ হওয়ার আগেই স্টলের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৩৫ হাজার সুপারচার্জারে। টেসলা (Tesla)-র বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার জন্য ৪৮০ ভোল্ট ডিসি কারেন্টযুক্ত সেই ৩৫ হাজারতম চার্জিং স্টলটি সম্প্রতি চীনের উহানে গড়ে তোলা হয়েছে। এই সাফল্যের কথা টুইট মারফত জানিয়েছে টেসলার চীনা শাখা‌।

বর্তমানে বিশ্বের বৃহত্তম ফাস্ট চার্জিং নেটওয়ার্ক এখন ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থার হাতে। যার পোশাকি নাম সুপারচার্জার (Supercharger)। ২০২০ সালের শেষে তা পৌঁছয় ২,৫৬৪টি স্টেশনে ২৩,২৭৭-এ। আর  ২০২১-এর অন্তিম সময়ে বিশ্বজুড়ে টেসলার সুপারচার্জার স্টলের সংখ্যা দাঁড়ায় ৩,৪৭৬টি স্টেশনে ৩১,৪৯৮-তে।

সংস্থাটির দাবি, বিগত ছয় মাসে ৫ হাজারের বেশি সুপারচার্জার ইন্সটল করেছে তারা। আবার টেসলার তৈরি নয় এমন বিদ্যুৎচালিত গাড়ি চার্জ দেওয়ার সুবিধাও পাচ্ছেন ব্যবহারকারীরা। চার্জার এবং চার্জিং স্টেশন পর্যাপ্ত না থাকার কারণে বৈদ্যুতিক গাড়িতে এখনও অনীহা সবার। সেটা কাটাতে এবার একের পর এক চার্জার বসানোর উদ্যোগ নিচ্ছে টেসলা

প্রসঙ্গত, টেসলা তাদের বৃহত্তম সুপারচার্জার স্টেশন আমেরিকার ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব প্রান্তে মোজাভি মরুভূমি (Mojave Desert)-তে গড়ে তুলছে। আমেরিকার লস অ্যাঞ্জেলস এবং লাস ভেগাসের মাঝামাঝি স্থানে অবস্থিত সেটি। মোজাভি মরুভূমির নির্মীয়মান চার্জিং স্টেশনে ১০০টি সুপারচার্জার স্টল থাকবে।

সঙ্গে থাকুন ➥