TechGupTech Newsপুরানো iPhone বা MacBook কিনবেন বলে ভাবছেন? এই 30 মডেল থেকে দূরে থাকুন

পুরানো iPhone বা MacBook কিনবেন বলে ভাবছেন? এই 30 মডেল থেকে দূরে থাকুন

নতুন প্রোডাক্টের আগমনের পর টেক ব্র্যান্ডগুলি তাদের পুরোনো-প্রজন্মের ডিভাইসগুলির দাম কমাতে থাকে, এটা তো আমরা প্রায় সকলেই জানি। কিন্তু যেটা অনেকেই জানেন না তা হল, কোনো প্রোডাক্ট যদি এক দশক বা তার বেশি সময়ে আগে লঞ্চ হয়ে থাকে তবে তার পাশে ‘আউটডেটেড’ -এর স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে আপনি যদি একজন Apple ডিভাইস ব্যবহারকারি হয়ে থাকেন, তাহলে জানিয়ে দিই এই একই কাজ টিম কুকের সংস্থাটিও করে থাকে। টেক জায়ান্টটি তাদের পুরোনো-প্রজন্মের প্রোডাক্টগুলিকে মোট ২টি ক্যাটাগরিতে ভাগ করে, যথা – ‘ভিন্টেজ’ (vintage) এবং ‘অবসোলেট’ (obsolete)।

জানিয়ে রাখি, যে প্রোডাক্টগুলি ৫ থেকে ৭ বছরের মধ্যে লঞ্চ হয়েছে এবং বিক্রির জন্য আর উপলব্ধ নেই সেগুলিকে ‘ভিন্টেজ’ হিসাবে চিহ্নিত করা হয়। অন্যদিকে, যে প্রোডাক্টগুলিকে অ্যাপল ৭ বছরেরও বেশি আগে বিক্রয়ের জন্য সরবরাহ করা বন্ধ করে দিয়েছে সেগুলি ‘অবসোলেট’ হিসাবে বিবেচিত হয়। এক্ষেত্রে, অবসোলেট ক্যাটাগরি অন্তর্গত ডিভাইসগুলির জন্য একটা নির্দিষ্ট সময়ের পর সংস্থাটি হার্ডওয়্যার সংক্রান্ত পরিষেবাও বন্ধ করে দেয়। বিপরীতে, ভিন্টেজ পণ্যগুলি পরবর্তী সময়েও অপারেটিং সিস্টেম বা সফ্টওয়্যার আপডেট পায়, কিন্তু লেটেস্ট ডিভাইসগুলির তুলনায় সেই সংখ্যা খুব কমই হয়। এছাড়া ভিন্টেজ প্রোডাক্টের সাথেও অন্যান্য কোনো পরিষেবা উপলব্ধ থাকে না৷

যাইহোক আপনার ব্যবহৃত Apple আইফোন, আইপ্যাড বা ম্যাকবুক ডিভাইস যদি ৭ বছরেরও বেশি পুরোনো হয়ে থাকে, তবে নিচে দেওয়া তালিকা থেকে দেখে নিতে পারেন সেটিকে ইতিমধ্যেই ‘ভিন্টেজ’ অথবা ‘অবসোলেট’ ক্যাটাগরির অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা। অথবা পুরানো ডিভাইস কেনার কথা ভেবে থাকলে সেটির বর্তমান অবস্থা জেনে নিন।

এই ৩০টি Apple প্রোডাক্টের গায়ে লেগেছে ‘আউটডেটেড’ স্ট্যাম্প

অবসোলেট ক্যাটাগরির প্রোডাক্ট –

১. MacBook Air (13-inch): ২০১৫ সালে লঞ্চ হয়েছে (অবসোলেট),
২. MacBook Air (11-inch) – ২০১৫ সালে লঞ্চ হয়েছে (অবসলেট),
৩. MacBook Pro (13-inch, Retina): ২০১৫ সালে লঞ্চ হয়েছে (অবসোলেট),
৪. MacBook Pro (15-inch, Retina): ২০১৫ সালে লঞ্চ হয়েছে (অবসোলেট),
৫. iMac (21.5-inch): ২০১৪ সালে লঞ্চ হয়েছে (অবসোলেট),
৬. iMac (27-inch): ২০১৪ সালে লঞ্চ হয়েছে (অবসোলেট)
৭. Mac mini: ২০১৪ সালে লঞ্চ হয়েছে (অবসোলেট),
৮. Mac Pro: ২০১৩ সালে লঞ্চ হয়েছে (অবসোলেট),
৯. iPod touch (6th generation): ২০১৫ সালে লঞ্চ হয়েছে (অবসোলেট),
১০. iPod nano (7th generation): ২০১৫ সালে লঞ্চ হয়েছে (অবসোলেট),
১১. iPod shuffle (5th generation): ২০১০ সালে লঞ্চ হয়েছে (অবসোলেট),
১২. iPad Air 2:২০১৪ সালে লঞ্চ হয়েছে (অবসোলেট),
১৩. iPad mini 3: ২০১৪ সালে লঞ্চ হয়েছে (অবসোলেট)।

ভিন্টেজ ক্যাটাগরির প্রোডাক্ট –

১৪. MacBook (Retina, 12-inch): ২০১৬ সালে লঞ্চ হয়েছে (ভিন্টেজ),
১৫. MacBook Pro (13-inch): ২০১৬ সালে লঞ্চ হয়েছে (ভিন্টেজ),
১৬. MacBook Pro (15-inch): ২০১৬ সালে লঞ্চ হয়েছে (ভিন্টেজ),
১৭. MacBook Air (13-inch): ২০১৩ সালে লঞ্চ হয়েছে (ভিন্টেজ),
১৮. MacBook Air (11-inch): ২০১৩ সালে লঞ্চ হয়েছে (ভিন্টেজ),
১৯. MacBook Air (11-inch): ২০১৩ সালে লঞ্চ হয়েছে (ভিন্টেজ),
২০. MacBook Pro (15-inch, Retina): ২০১৩ সালে লঞ্চ হয়েছে (ভিন্টেজ),
২১. iMac (21.5-inch): ২০১৩ সালে লঞ্চ হয়েছে (ভিন্টেজ),
২২. iMac (27-inch): ২০১৩ সালে লঞ্চ হয়েছে (ভিন্টেজ),
২৩. iPhone 5s: ২০১৩ সালে লঞ্চ হয়েছে (ভিন্টেজ),
২৪. iPod touch (5th generation): ২০১২ সালে লঞ্চ হয়েছে (ভিন্টেজ),
২৫. iPhone 5c: ২০১৩ সালে লঞ্চ হয়েছে (ভিন্টেজ),
২৬. iPhone 6s Plus (32GB): ২০১৫ সালে লঞ্চ হয়েছে (ভিন্টেজ),
২৭. iPhone 6s (32GB): ২০১৫ সালে লঞ্চ হয়েছে (ভিন্টেজ),
২৮. iPad mini 2: ২০১৩ সালে লঞ্চ হয়েছে (ভিন্টেজ),
২৯. iPad Air: ২০১৩ সালে লঞ্চ হয়েছে (ভিন্টেজ),
৩০. Mac mini: ২০১২ সালে লঞ্চ হয়েছে (ভিন্টেজ)।

RELATED ARTICLES

Top Stories