Top 5 Cars in June: চুম্বকের মতো আকর্ষণ করছে এই পাঁচটি গাড়ি, বিক্রি সবার থেকে বেশি

Avatar

Published on:

নতুন মাস অর্থাৎ জুলাই শুরু হতেই সামনে স্পষ্ট হতে শুরু করেছে গত মাসে ভারতে গাড়ি বিক্রির চিত্র। প্রতি বারের মতো এবারও তালিকা সকলের চেনা। বরাবরের ন্যায় জুনেও সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করে দেশে বৃহত্তম গাড়ি সংস্থার তকমা ধরে রেখেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। টাটা (Tata)-কে তৃতীয় স্থানে ঠেলে দু’নম্বরে উঠে এসেছে হুন্ডাই (Hyundai)। জুনে দেশের সর্বাধিক পাঁচটি গাড়ির মধ্যে প্রথম তিনে বিচরণ করছে মারুতির মডেল। বাকি দুই স্থান টাটা ও হুন্ডাই ভাগাভাগি করে নিয়েছে। গত মাসের বেস্ট সেলিং পাঁচ গাড়ির ব্যাপারে জেনে নেওয়া যাক তাহলে।

Maruti Suzuki WagonR

অন্যান্য মাসের মত জুনেও দেশের জনপ্রিয়তম গাড়ির শিরোপা হস্তগত রেখেছে Maruti Suzuki WagonR। গত মাসে মোট ১৯,১৯০টি বিক্রির মধ্য দিয়ে তালিকার প্রথম স্থানটি দখল করেছে গাড়িটি। মে মাসে ১৬,৮১৪ জন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছিল গাড়িটি। তবে ২০২১-এর জুনেও বিক্রির সংখ্যা গত মাসের থেকে বেশি, যা ১৯,৪৪৭ ইউনিট।

Maruti Suzuki Swift

মে মাসে Maruti Suzuki Swift প্রথম পাঁচে জায়গা না পেলেও, জুনে হারানো জমি পুনরুদ্ধারে সক্ষম হয়েছে গাড়িটি। গত মাসে প্রিমিয়াম হ্যাচব্যাকের মোট ১৬,২১৩টি মডেল বিক্রি করেছে সংস্থা। যা মে মাসের তুলনায় প্রায় ২,০০০ ইউনিট বেশি। তবে ২০২১-এর একই সময়ে ১৭,২২৭টি Swift-এর বেচাকেনা হয়েছিল।

Maruti Suzuki Baleno

গত মাসে ১৬,১০৩ ইউনিট বিক্রয়ের মাধ্যমে তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে নতুন প্রজন্মের Maruti Suzuki Baleno। চলতি বছরের জানুয়ারিতে গাড়িটির নতুন সংস্করণ লঞ্চ করেছিল মারুতি। মে মাসে বিক্রি হয়েছিল ১৩,৯৭০টি। আবার গত বছর একই সময়ের তুলনায় জুনে এই গাড়ির ১,৪০০ ইউনিট বিক্রি হয়েছে।

Tata Nexon

ভারতের এসইউভি সেগমেন্টে এটাই একমাত্র মডেল যা দীর্ঘদিন ধরে নিজের স্থান অবিচল রেখেছে। জুনে ১৪,২৯৫ ইউনিট বিক্রির মাধ্যমে সর্বাধিক জনপ্রিয় এসইউভি গাড়ির তকমা ধরে রাখল Tata Nexon। তবে এ বছরের মে’তে ১৪,৬১৪টি নেক্সন বিক্রি করেছিল টাটা। তুলনাস্বরূপ ২০২১-এর জুনে ৮,০৩৩টি Nexon বিক্রি হয়েছিল ।

Hyundai Creta

Hyundai-এর ফ্ল্যাগশিপ কম্প্যাক্ট এসইউভি গাড়ি হল Creta। গত মাসে ১৩,৭৯০টি বিক্রির ফলে তালিকার পঞ্চম স্থান দখল করেছে Hyundai Creta। মে’তে বিক্রি হয়েছিল ১০,৯৭৩ ইউনিট। আবার গত বছর জুনের তুলনায় এ বছরে বিক্রি অনেকটাই বৃদ্ধি পেতে দেখা গেছে। ২০২১-এর ওই সময়ে মোট ৯,৯৪১ জন ভারতীয় গাড়িটি বাড়ি নিয়ে এসেছিলেন। এখন কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রিত মডেল এটি।

সঙ্গে থাকুন ➥