Ola: হিরো ইলেকট্রিকের সাথে ব্যবধান কমছে, ওলা দেশের বৃহত্তম ই-স্কুটার সংস্থায় পরিণত হওয়ার পথে!

Published on:

উল্কার গতিতে উত্থান বললেও ভুল হবে না। দু’চাকার বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রতিষ্ঠা পেতে সংস্থাগুলির যেখানে ক’বছর লেগে যায়। সেখানে অল্প কয়েক মাসের মধ্যেই জমি শক্ত করে নিয়েছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। ভারতে ইভি রেভোলিউশন নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ ওলা এখন দেশের বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারী সংস্থায় পরিণত হয়েছে। দীর্ঘকাল ধরে প্রথম স্থানে অধিষ্ঠিত হিরো ইলেকট্রিক (Hero Electric)-এর সঙ্গে ক্রমশ ব্যবধান কমছে তাদের‌। মার্চে ওলার ৯,১২৩টি ই-স্কুটার নথিভুক্ত হয়েছে‌। তুলনাস্বরূপ, গত মাসে ১৩,০২২টি বৈদ্যুতিক স্কুটার বেচেছে হিরো। এই প্রতিবেদনে মার্চে বিক্রির নিরিখে পাঁচটি টপ বৈদ্যুতিক দু’চাকা গাড়ি নির্মাতাদের সম্পর্কে আলোচনা রইল৷

হিরো ইলেকট্রিক (Hero Electric)

হিরো ইলেকট্রিকের ইতিহাসে এই প্রথম এক মাসে ১০ হাজারের বেশি বৈদ্যুতিক স্কুটার বিক্রি হয়েছে। গত মাসে সংস্থাটি মোট ১৩,০২২ ইউনিট বৈদ্যুতিক স্কুটার বেচেছে। ফেব্রুয়ারিতে যার পরিমাণ ছিল ৭,৩৫৬। বর্তমানে ভারতের ইলেকট্রিক টু-হুইলার মার্কেটের ৩০% শেয়ার হিরোর দখলে‌।

ওলা ইলেকট্রিক (Ola Electric)

বাজারে ওলার উত্থান সত্যিই নজর করার মতোই। মার্চে মোট ৯,১২৩টি ই-স্কুটার নথিভুক্ত হয়েছে তাদের। যা ফেব্রুয়ারিতে বিক্রি হওয়া ইলেকট্রিক স্কুটারের (৩,৯০৪টি) প্রায় তিন গুন। বর্তমানে প্রথম স্থানে থাকা হিরো ইলেকট্রিকের সাথে ক্রমশ ব্যবধান কমছে তাদের।

ওকিনাওয়া অটোটেক (Okinawa Autotech)

ওকিনাওয়া এতদিন দেশের দ্বিতীয় বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার সংস্থার পরিচিতি পেলেও গত মাসে বিক্রির নিরিখে তৃতীয় স্থানে নেমে গিয়েছে। মার্চে ৮,২৮৪ জন নতুন ক্রেতা খুঁজে পেয়েছে সংস্থাটি‌। তবে সম্প্রতি বাজারে আনা Okhi-90 ইলেকট্রিক স্কুটারের উপরে ভর করে কামব্যাক করার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।

অ্যাম্পিয়ার ভেহিকেলস (Ampere Vehicles)

গত মাসে বিক্রির নিরিখে অ্যাম্পিয়ার ভেহিকেলস তিন থেকে চার নম্বর স্থানে নেমে এসেছে। মার্চে সংস্থাটি ৬,৩৩৮টি ইলেকট্রিক টু-হুইলার ডেলিভারি দিয়েছে। ফেব্রুয়ারিতে সংস্থার ৪,৩০৩টি ই-স্কুটার বিক্রি হয়েছিল‌ অ্যাম্পিয়ার ভারতের বাজারে Reo, Reo Elite, Magnus EX, Magnus Pro এবং Zeal মডেলের বৈদ্যুতিক স্কুটার বিক্রি করে।

এথার এনার্জি (Ather Energy)

মার্চ মাসে এথার ২,৫৯১টি ই-স্কুটার বিক্রি করতে সক্ষম হয়েছে। প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির তুলনায় বিক্রি একটু কম হওয়ার কারণে এই তালিকার পঞ্চম স্থানে জায়গা পেয়েছে তারা। তবে ফেব্রুয়ারির (২,২২৯টি) তুলনায় গত মাসে এথারের বিক্রি বেড়েছে।

সঙ্গে থাকুন ➥