মোবাইলের সাহায্যে ATM না ছুঁয়েই তুলতে পারবেন টাকা, করোনা আবহে আসছে নতুন পরিষেবা

Avatar

Published on:

করোনা আবহে বারবার খবরে এসেছে যে, ATM থেকে করোনা সংক্রামিত হতে পারে মানুষ। আর সেকারণেই ক্যাশ এন্ড ডিজিটাল পেমেন্ট সলিউশন এন্ড অটোমেশন টেকনোলজি উপলব্ধকারী সংস্থা, AGS Transact Technologies একটি টাচলেস সুবিধা নিয়ে এসেছে। যেখানে গ্রাহকরা এটিএম না ছুঁয়েই টাকা হাতে পেয়ে যাবে। এরজন্য এটিএম কার্ড ও এটিএম মেশিনে দেওয়ার দরকার নেই। আপনাকে জানিয়ে রাখি এজিএস সারাদেশের ৭২,০০০ এটিএম মেশিন ইনস্টল ও দেখভাল করে।

কিভাবে কাজ করবে টাচলেস সলিউশন :

আপনাকে জানিয়ে রাখি টাচলেস সলিউশনের সুবিধা নেওয়ার জন্য মোবাইল ব্যবহার করতে হবে। এতে এটিএম এর স্ক্রিনে একটি QR Code দেখা যাবে। এই কোড স্ক্যান করেই টাকা তোলা যাবে। আপনাকে এর জন্য এটিএমের স্ক্রিনে বা কিপ্যাডে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। এটিএমের পিন আপনি মোবাইলের মাধ্যমে টাইপ করতে পারবেন। অর্থাৎ যেভাবে আপনি Paytm অথবা Google Pay থেকে কোড স্ক্যান করে পেমেন্ট করেন, এখানেও সেই প্রযুক্তি ব্যবহার হয়েছে। আগ্রহী ব্যাংক ইতিমধ্যেই AGSTTL থেকে এই সুবিধা নিতে শুরু করেছে। যদি সমস্ত ব্যাংক টাচলেস সলিউশনের অনুমতি দেয়, তাহলে সারাদেশে এই সুবিধা মিলবে।

এভাবে ATM থেকে তুলুন টাকা :

এরজন্য আপনাকে আপনার মোবাইলে ব্যাংকের অ্যাপ খুলে QR Code Withdrawals বিকল্প বেছে নিতে হবে।

এরপর কত টাকা তুলবেন তা লিখতে হবে।

এরপর এটিএম এ দেখতে পাওয়া QR Code স্ক্যান করতে হবে।

এরপর মোবাইলে Proceed বাটনে ক্লিক করতে হবে।

এরপর আপনার এটিএম পিন এন্টার করতে হবে।

এবার আপনি রিসিপ্ট ও টাকা পেয়ে যাবেন।

সঙ্গে থাকুন ➥