Vi-এর eSIM পরিষেবা চালু হল আরও একটি সার্কেলে, কোন কোন ফোনে সাপোর্ট করবে জেনে নিন

Avatar

Published on:

গত কয়েকবছরে ভারতে eSIM এর চাহিদা বেড়েছে। আর তাই Vi (Vodafone-Idea) এবার তামিলনাড়ুতে তাদের পোস্টপেইড ব্যবহারকারীদের জন্য eSIM পরিষেবা চালু করলো। উল্লেখ্য সংস্থাটি এর আগে মুম্বাই, গুজরাট, দিল্লি, কর্ণাটক, মহারাষ্ট্র ও গোয়া, পূর্ব ইউপি, কেরালা, কলকাতা এবং পাঞ্জাবের মতো সার্কেলগুলিতে এই পরিষেবা দিত। ফলে এই সমস্ত সার্কেলের Vi ব্যবহারকারীদের আর তাদের ডিভাইসে ফিজিক্যাল সিম কার্ড ব্যবহার করতে হবে না।

eSIM আসলে কী এবং কীভাবে ব্যবহার করবেন

ই-সিম, ব্যবহারকারীদের স্মার্টফোনে কোনো ফিজিক্যাল সিম ছাড়াই স্বাভাবিক কল, SMS এবং ডেটা অ্যাক্সেসের সুযোগ দেয়। এই সুবিধাটি বেশ কয়েকটি সার্কেলে উপলব্ধ এবং এখন, টেলিকম অপারেটরটি তামিলনাড়ুকেও এই তালিকায় যুক্ত করেছে। তবে, ই-সিম পরিষেবা ব্যবহার করার জন্য গ্রাহকদের নীচে উল্লিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।

বিদ্যমান গ্রাহকদের জন্য

ধাপ ১: Vi ব্যবহারকারীদের ১৯৯ নম্বরে একটি eSIM email id মেসেজ পাঠাতে হবে। যদি id-টি মোবাইল নম্বরের সাথে নিবন্ধিত (রেজিস্টার্ড) না হয়, তবে সেক্ষেত্রে ব্যবহারকারীদের ১৯৯ নম্বরে ইমেল আইডি পাঠাতে হবে।

ধাপ ২: যদি ইমেল আইডি-টি রেজিস্টার্ড হয়, তাহলে ব্যবহারকারীরা ১৯৯ থেকে একটি মেসেজ পাবেন, তবে রিকোয়েস্টটি নিশ্চিত করতে ব্যবহারকারীদের একই নম্বরে ESIMY মেসেজ পাঠিয়ে রিপ্লাই করতে হবে।

ধাপ ৩: নিশ্চিতকরণের পরে, ব্যবহারকারীরা একটি কলের মাধ্যমে সম্মতি প্রদানের জন্য একই নম্বর থেকে একটি নতুন মেসেজ পাবেন। সম্মতি দেওয়ার পরে QR code-সহ একটি ইমেল আপনার ইমেল আইডিতে পাঠানো হবে। এরপর, ব্যবহারকারীদের QR code স্ক্যান করতে হবে এবং eSIM অ্যাক্টিভেট করতে সমস্ত স্টেপ অনুসরণ করতে হবে।

নতুন গ্রাহকদের জন্য

ব্যবহারকারীদের Vi-এর eSIM পেতে হলে আইডেন্টিটি প্রুফ এবং ফটোগ্রাফ সহ সংস্থার স্টোরে যেতে হবে। যেহেতু অ্যাক্টিভেশন প্রসেসের সময় QR code জেনারেট হয়, তাই ব্যবহারকারীদের তাদের হ্যান্ডসেট সাথে রাখতে হবে। এর পরে, QR code-টি আপনার ইমেলে পাঠানো হবে এবং কোডটি স্ক্যান করার দুই ঘন্টার মধ্যে eSIM অ্যাক্টিভেট করা হবে।

Vi eSIM কোন কোন ফোনে সাপোর্ট করে

Vi-এর ওয়েবসাইট অনুযায়ী, iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max, iPhone SE, iPhone Xs, iPhone Xs Max, iPhone XR, iPhone 12 Mini, iPhone 12, iPhone 12 Pro, এবং iPhone 12 Pro Max ফোনে ই-সিম সাপোর্ট করবে।

এছাড়াও, Vi গ্রাহকরা Galaxy Z Flip, Samsung Galaxy Fold, Samsung Galaxy Note 20 Ultra 5G, Samsung Galaxy Note 20, Samsung Galaxy Z Fold 2, Samsung Galaxy S21 5G, Samsung Galaxy S21+ 5G, Samsung Galaxy S21 Ultra 5G, Samsung Galaxy S20, Samsung Galaxy S20+, Samsung Galaxy S20 Ultra, এবং Motorola Razr ফোনেও ই-সিম ব্যবহার করতে পারেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥