রিচার্জ করার আগে সাবধান, Vi এর এই প্ল্যানগুলি সিমের মেয়াদ বাড়ায় না

Avatar

Published on:

বিগত কয়েক মাসে এক ডজনেরও বেশি নতুন প্রিপেড প্ল্যানসহ একাধিক নতুন অফার এবং সুবিধা প্রবর্তন করেছে Vodafone-Idea ওরফে Vi। যার মধ্যে, দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটি ZEE5 Premium কিংবা Disney+ Hotstar VIP প্ল্যাটফর্মের ফ্রি অ্যাক্সেস, Hospicare ইন্স্যুরেন্স বান্ডিল এবং কিছু VAS (ভ্যালু অ্যাডেড সার্ভিস) প্যাক নিয়ে এসেছে। তবে এত কিছুর পর Vi-এর প্ল্যান পোর্টফোলিও বিস্তৃত হলেও, দেখা গেছে সংস্থার বেশ কয়েকটি প্রিপেড প্ল্যান বেসিক বেনিফিটের সাথে সার্ভিস বা সিম ভ্যালিডিটি দেয় না। অর্থাৎ এই প্রিপেড প্ল্যানগুলির মাধ্যমে টকটাইম, ডেটা কিংবা এসএমএসের সুবিধা পাওয়া গেলেও এগুলি রিচার্জ করলে সিমের মেয়াদ বাড়বে না। ঠিক কোন কোন প্রিপেড প্ল্যানে পরিষেবার বৈধতা সরবরাহ করেনা Vi? আসুন জেনে নিই।

Vi-এর অফিসিয়াল অ্যাপটি খুললেই দেখা যাবে, আনলিমিটেড প্রিপেড প্ল্যানগুলির মধ্যে, সংস্থার ১৯ টাকার এন্ট্রি-লেভেল আনলিমিটেড প্ল্যানে কোনো সিম ভ্যালিডিটি নেই। আবার কম্বো প্ল্যানের ক্ষেত্রে ৩৯ টাকার এন্ট্রি-লেভেল কম্বো প্ল্যানে পরিষেবার বৈধতা পাওয়া যাবে না। এছাড়া টকটাইম টপ-আপ ফ্রন্টে, ১০ টাকা, ২০ টাকা এবং ৩০ টাকার এন্ট্রি-লেভেল টপ-আপগুলিও এই ধরণের মেয়াদ সরবরাহ করেনা।

অন্যদিকে, সংস্থার পুরো এসএমএস প্যাক পোর্টফোলিওতেও এই সুবিধা উপলব্ধ নেই। এক্ষেত্রে ১২ টাকার, ২৬ টাকার এবং ৩৬ টাকার তিনটি এসএমএস প্যাকসহ সদ্য চালু হওয়া ৫১ টাকার এসএমএস প্যাক (যা হসপিকেয়ার বীমার সুবিধা দেয়)-টিও কোনো পরিষেবার বৈধতা দেয় না।
ডেটা প্যাকের কথা বললে, Vi-এর ১৬ টাকার এন্ট্রি-লেভেল ডেটা প্যাক এবং নতুন চালু হওয়া ৫০১ টাকার ডিজনি+হটস্টার ভিআইপি বান্ডিল ডেটা প্যাকেও সাধারণ সুবিধা ব্যতীত কোনো সার্ভিস ভ্যালিডিটি মেলে না।

শুধু তাই নয়, টেলিকম সংস্থাটির সমগ্র গেমস প্যাক, স্পোর্টস প্যাক, কনটেস্ট প্যাক, স্টার টক প্যাক, গেমস লং ভ্যালিডিটি, স্পোর্টস লং ভ্যালিডিটি, কনটেস্ট প্যাক ভ্যালিডিটি, স্টার টক ভ্যালিডিটি প্যাকসহ ৪৭ টাকা এবং ৭৮ টাকার কলার টিউন প্যাকেও সিমের মেয়াদ বাড়ানোর সুবিধা নেই। অর্থাৎ সিমের মেয়াদ বাড়াতে হলে গ্রাহকদের, সংস্থা নির্ধারিত নির্দিষ্ট প্ল্যানগুলি রিচার্জ করাতে হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥