HomeTech Newsআসছে Vivo V2123A ও V2121A, ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে থাকবে 5G সাপোর্ট

আসছে Vivo V2123A ও V2121A, ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে থাকবে 5G সাপোর্ট

Vivo (ভিভো) চলতি বছরে ইতিমধ্যেই বেশ কয়েকটি ফোন লঞ্চ করেছে। এছাড়াও চীনা সংস্থাটি আরও কয়েকটি ফোনের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে। এদের মধ্যে দুটি ফোনের মডেল নম্বর V2123A ও V2121A। আসলে ব্র্যান্ডের এই দু’টি আপকামিং স্মার্টফোন সম্প্রতি চীনের 3C সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র পেয়েছে। 3C সার্টিফিকেশন সাইটে আবির্ভুত হওয়ার অর্থ, ডিভাইস দু’টি তাড়াতাড়িই লঞ্চ হতে চলেছে৷ অন্যান্য সাইট ও 3C লিস্টিং এদের বিষয়ে কী কী তথ্য সামনে এনেছে, আসুন তা এবার দেখে নেওয়া যাক।

Vivo V2123A

ভিভো-র এই নামহীন স্মার্টফোনকে আগে TENAA সাইটে দেখা গিয়েছিল। TENAA লিস্টিং অনুসারে হ্যান্ডসেটটির ডিসপ্লের মাঝখানে সেলফি ক্যামেরার জন্য কাটআউট, ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, এবং সাইড ফিঙ্গারফ্রিন্ট সেন্সর থাকবে।

আবার Vivo V2123A স্মার্টফোন ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি+ (১০৮০x২৩৪০ পিক্সেল রেজোলিউশন) ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ফোনটির অভ্যন্তরে ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের প্রসেসর থাকবে। গিকবেঞ্চ লিস্টিং থেকে এমনটাই জানা গিয়েছিল। এতে অক্টা-কোর ARM MT6877 চিপসেট ব্যবহার করা হবে, যা মিডিয়াটেক ডায়মেনসিটি ৯০০ প্রসেসরের মডেল নম্বর।

Vivo V2123A  অন্তত ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি /২৫৬ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। ডিভাইসটি ফাস্ট চার্জিং সাপোর্টের পাশাপাশি ৪,৯১০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। প্রসঙ্গত, স্মার্টফোনটি Vivo X70 সিরিজের মডেল বা iQOO ব্র্যান্ডিংয়ের সাথে লঞ্চ হতে পারে।

Vivo V2121A

3C লিস্টিং অনুসারে Vivo V2121A স্মার্টফোনটি 5G কানেক্টিভিটি সহ আসছে। আবার এতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এছাড়া Vivo V2121A-এর ব্যাপারে কোনও তথ্য সামনে আসেনি। তবে একে অন্যান্য সার্টিফিকেশন সাইটে শীঘ্রই দেখা যায় বলে আমাদের অনুমান।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

RELATED ARTICLES

Most Popular