বাজেট রেঞ্জে আসছে Vivo Y12 (2020), সামনে এল ফিচার

Avatar

Published on:

গতবছর চীনা স্মার্টফোন কোম্পানি ভিভো তাদের বাজেট ফোন Vivo Y12 লঞ্চ করেছিল। এবার কোম্পানি এর আপগ্রেড ভার্সন নিয়ে আসতে পারে। এই ফোনটিকে কোম্পানি Vivo Y12 (2020) নামে বাজারে আনতে পারে। যদিও কোম্পানির তরফে এই ফোনের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি Google Play Console এ ফোনটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখান থেকে ফোনটির গুরুত্বপূর্ণ ফিচার ও সামনে এসেছে।

Gadgetsrewind এর রিপোর্ট অনুসারে, ভিভো-র আপকামিং স্মার্টফোন Vivo Y12 (2020) কে গুগল প্লে কনসোলে V1926 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই স্মার্টফোনে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর থাকতে পারে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রেন ৬১০ জিপিইউ ব্যবহার করা হতে পারে।

অন্যান্য ফিচারের কথা বললে ভিভো ওয়াই ১২ (২০২০) ফোনে এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এর স্ক্রিন রেজুলেশন ৭২০ x ১৫৪৪ পিক্সেল। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে। এতে ৪ জিবি র‍্যাম থাকতে পারে। যদিও এর ব্যাটারি, ক্যামেরা ও স্টোরেজ সম্পর্কে কিছু জানা যায়নি। এই ফোনটি বাজেট রেঞ্জে লঞ্চ হবে। আসুন জেনে নিই গতবছর ভিভো ওয়াই ১২ ফোনটির ফিচার সম্পর্কে।

Vivo Y12 ফিচার :

এই ফোনে ৬.৩৫ ইঞ্চি Halo ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে। যার আসপেক্ট রেশিও ১৯.৩:৯ এবং স্ক্রিন টু বডি রেশিও ৮৯ শতাংশ। এই ফোন ২ গিগাহার্টজ অক্টা কোর মিডিয়াটেক হেলিও পি ২২ প্রসেসরের সাথে এসেছে। এই ফোনটি আপনি একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাবেন -৪ জিবি + ৩২ জিবি । এছাড়াও এই ফোন অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম আছে।

ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই ১২ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে । যার প্রাইমারি সেন্সর ১৩ মেগাপিক্সেল ( অ্যাপারচার এফ/২.২), সেকেন্ডারি সেন্সর ৮ মেগাপিক্সেল ( অ্যাপারচার এফ/২.২) এবং তৃতীয়টি ২ মেগাপিক্সেল ( অ্যাপারচার এফ/২.৪) । সেলফির জন্য এই ফোনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে । আগেই বলেছি এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে।

সঙ্গে থাকুন ➥