ডাউনলোডের দরকার নেই, এবার কম দামি স্মার্টফোনেও গেম খেলার সুযোগ করে দিল Vodafone Idea

Avatar

Published on:

Vi Launches Mobile Cloud Gaming Service

ভারতের প্রথমসারির টেলিকম অপারেটর সংস্থা Vodafone-Idea ওরফে Vi আজ আনুষ্ঠানিকভাবে এদেশে Cloud Play লঞ্চ করলো। এটি হল স্মার্টফোনের জন্য নিয়ে আসা একটি ক্লাউড গেমিং পরিষেবা। যার অধীনে আপনারা ওয়েব ব্রাউজার থেকে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসেই AAA টাইটেল গেম খেলতে পারবেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয়, এখানে কোনো গেম ডাউনলোড না করতে হবে না। তবে ভালো ইন্টারনেট সংযোগ থাকা আবশ্যক। দেখতে গেলে কার্যকারিতার নিরিখে এই পরিষেবাটি অনেকটা Google Stadia প্রজেক্টের অনুরূপ। চলুন Vi Cloud Play পরিষেবার সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি আলোচনা করা হল।

ভারতে Cloud Play ক্লাউড গেমিং পরিষেবা লঞ্চ করলো Vi

ভিআই ক্লাউড প্লে পরিষেবাটি আপনারা – অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে গুগল ক্রোম (Google Chrome) ব্রাউজার, অ্যাপল ডিভাইসে সাফারি (Safari) ব্রাউজার এবং অফিসিয়াল ভিআই অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। এখানে 60টিরও বেশি গেমের অ্যাক্সেস পেয়ে যাবেন ব্যবহারকারীরা। তালিকাভুক্ত টাইটেলগুলির মধ্যে সামিল আছে – Asphalt 9, Modern Combat 5, Shadow Fight, Storm Blades, Riptide, Beach Buggy Racing, Hitman Sniper, Subway Surfers, Jetpack Joyride ইত্যাদি।

তবে মনে রাখবেন, নতুন বা পুরোনো মোবাইল ব্যবহার করে যাবতীয় গেম খেলা সম্ভব। গেমগুলি ক্লাউড সার্ভার দ্বারা চালিত হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ডিভাইসে কোনও বড় কম্পিউটিং সংস্থান ব্যবহার করবেন না। আর এই গেমগুলি খুবই সহজে অ্যাক্সেস করা যাবে। তবে নিরবিচ্ছিন্ন পরিষেবা পেতে ভাল ইন্টারনেট সংযোগের প্রয়োজন।

উল্লেখ্য, ভিআই ক্লাউড প্লে পরিষেবাটি ভোডাফোন-আইডিয়া এবং প্যারিস-ভিত্তিক ক্লাউড গেমিং পরিষেবা প্রদানকারী সংস্থা কেয়ারগেম (CareGame) যৌথভাবে লঞ্চ করেছে৷ মূলত মোবাইল ভিত্তিক বিস্তৃত পরিসরের গেমিং সুবিধা প্রদানের লক্ষেই ভিআই ক্লাউড প্লে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। এক্ষেত্রে টেলিকম সংস্থার কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, আরো ভালো ইউজার এক্সপিরিয়েন্স প্রদানের জন্য ভবিষ্যতে অসংখ্য গেম এই সাইটে যুক্ত করা হবে।

এদিকে বর্তমানে ভি ক্লাউড প্লে -তে 15 দিনের ফ্রি ট্রায়াল অফার করা হচ্ছে। ফলে আপনারা লাইব্রেরিতে বিদ্যমান যাবতীয় গেম আগামী 15 দিনের জন্য বিনামূল্যে খেলতে পারবেন। তবে নির্ধারিত সময়ের পর পরিষেবাটি অ্যাক্সেসের জন্য মাসিক 100 টাকা প্রদান করে মেম্বারশিপ নিতে হবে।

সঙ্গে থাকুন ➥