WhatsApp Digital Payments Utsav: ৫০০ গ্রামকে অনলাইন লেনদেনের প্রশিক্ষণ দেবে হোয়াটসঅ্যাপ

Published on:

নিজের পেমেন্ট পরিষেবা এদেশের বাজারে বিস্তৃত করতে WhatsApp (হোয়াটসঅ্যাপ) যেন মুখিয়ে উঠেছে। মাত্র কয়েকদিন আগে তারা NPCI (ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া)-এর কাছে আরো কয়েক মিলিয়ন গ্রাহকের জন্য WhatsApp Pay (হোয়াটসঅ্যাপ পে) উপলব্ধ করার অনুমোদন পেয়েছে। তবে এবার ডিজিটাল পেমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে, WhatsApp, কর্ণাটক এবং মহারাষ্ট্রের ৫০০টি গ্রামকে অ্যাডপ্ট করে তাদের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করল। সূত্রের মতে, কোম্পানিটি তার ‘ফুয়েল ফর ইন্ডিয়া ২০২১’ বার্ষিক ইভেন্টের অধীনে ‘ডিজিটাল পেমেন্ট উৎসব’ প্রোগ্রাম প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে, যার অধীনে তারা নিজের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে ইউজারদের যুক্ত করার প্রচেষ্টা করবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে তাদের ডিজিটাল পেমেন্ট উৎসব নামক পাইলট প্রোগ্রামটি গত ১৫ই অক্টোবর থেকে শুরু হয় এবং এর জন্য সংস্থাটি 1 Bridge-এর সাথে অংশীদারিত্ব করে কর্ণাটকের মান্ডা জেলার কিয়াথানাহাল্লি গ্রামের বাসিন্দাদের সাথে যোগাযোগ করেছে। সেক্ষেত্রে প্রোগ্রামের অধীনে কোম্পানি উক্ত গ্রামবাসীদের ইউপিআই (UPI)-এর জন্য সাইন আপ করা, অ্যাকাউন্ট সেট আপ করা এবং ইউপিআই পেমেন্ট করার উপায় শিখিয়েছে।

হোয়াটসঅ্যাপের মতে, ডিজিটাল পেমেন্ট উৎসব পাইলট প্রোগ্রামের দরুন গ্রামাঞ্চলের মুদি দোকান, পোল্ট্রি শপ এবং সেলুন মালিকরা কোম্পানির হোয়াটসঅ্যাপ পেমেন্ট অপশনটি তাদের ছোট ব্যবসার সাথে যুক্ত করেছে। এদিকে, এই প্রসঙ্গে কর্ণাটকের এক গ্রাম পঞ্চায়েত সদস্য চিদানন্দ কেজে বলেছেন যে, তাদের গ্রামে ব্যাঙ্ক থেকে টাকা তোলা ক্লান্তিকর এবং সময়সাপেক্ষ ছিল। এমনকি সেখানের এটিএমে সাধারণত নগদ টাকা থাকত না৷ সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের জন্য তাদের টাকা আদান প্রদানের বিষয়টি অনেক সহজ হয়ে গেছে৷

WhatsApp-এ যুক্ত হয়েছে নতুন পেমেন্ট শর্টকাট

হোয়াটসঅ্যাপ সম্প্রতি তার চ্যাট কম্পোজার উইন্ডোতে একটি নতুন রুপি প্রতীক (₹) শর্টকাট যুক্ত করেছে। এই আইকনটি সমস্ত ইউজারদের কাছে দৃশ্যমান, যার মাধ্যমে হোয়াটসঅ্যাপ পেমেন্ট পরিষেবা অ্যাক্সেস করা আরো সহজ হবে।

নিজের পেমেন্ট পরিষেবা এদেশের বাজারে বিস্তৃত করতে WhatsApp (হোয়াটসঅ্যাপ) যেন মুখিয়ে উঠেছে। মাত্র কয়েকদিন আগে তারা NPCI (ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া)-এর কাছে আরো কয়েক মিলিয়ন গ্রাহকের জন্য WhatsApp Pay (হোয়াটসঅ্যাপ পে) উপলব্ধ করার অনুমোদন পেয়েছে। তবে এবার ডিজিটাল পেমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে, WhatsApp, কর্ণাটক এবং মহারাষ্ট্রের ৫০০টি গ্রামকে অ্যাডপ্ট করে তাদের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করল। সূত্রের মতে, কোম্পানিটি তার ‘ফুয়েল ফর ইন্ডিয়া ২০২১’ বার্ষিক ইভেন্টের অধীনে ‘ডিজিটাল পেমেন্ট উৎসব’ প্রোগ্রাম প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে, যার অধীনে তারা নিজের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে ইউজারদের যুক্ত করার প্রচেষ্টা করবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে তাদের ডিজিটাল পেমেন্ট উৎসব নামক পাইলট প্রোগ্রামটি গত ১৫ই অক্টোবর থেকে শুরু হয় এবং এর জন্য সংস্থাটি 1 Bridge-এর সাথে অংশীদারিত্ব করে কর্ণাটকের মান্ডা জেলার কিয়াথানাহাল্লি গ্রামের বাসিন্দাদের সাথে যোগাযোগ করেছে। সেক্ষেত্রে প্রোগ্রামের অধীনে কোম্পানি উক্ত গ্রামবাসীদের ইউপিআই (UPI)-এর জন্য সাইন আপ করা, অ্যাকাউন্ট সেট আপ করা এবং ইউপিআই পেমেন্ট করার উপায় শিখিয়েছে।

হোয়াটসঅ্যাপের মতে, ডিজিটাল পেমেন্ট উৎসব পাইলট প্রোগ্রামের দরুন গ্রামাঞ্চলের মুদি দোকান, পোল্ট্রি শপ এবং সেলুন মালিকরা কোম্পানির হোয়াটসঅ্যাপ পেমেন্ট অপশনটি তাদের ছোট ব্যবসার সাথে যুক্ত করেছে। এদিকে, এই প্রসঙ্গে কর্ণাটকের এক গ্রাম পঞ্চায়েত সদস্য চিদানন্দ কেজে বলেছেন যে, তাদের গ্রামে ব্যাঙ্ক থেকে টাকা তোলা ক্লান্তিকর এবং সময়সাপেক্ষ ছিল। এমনকি সেখানের এটিএমে সাধারণত নগদ টাকা থাকত না৷ সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের জন্য তাদের টাকা আদান প্রদানের বিষয়টি অনেক সহজ হয়ে গেছে৷

WhatsApp-এ যুক্ত হয়েছে নতুন পেমেন্ট শর্টকাট

হোয়াটসঅ্যাপ সম্প্রতি তার চ্যাট কম্পোজার উইন্ডোতে একটি নতুন রুপি প্রতীক (₹) শর্টকাট যুক্ত করেছে। এই আইকনটি সমস্ত ইউজারদের কাছে দৃশ্যমান, যার মাধ্যমে হোয়াটসঅ্যাপ পেমেন্ট পরিষেবা অ্যাক্সেস করা আরো সহজ হবে।

সঙ্গে থাকুন ➥