আগামী বছর আসছে Windows 12, পাবেন AI ভিত্তিক একাধিক ফিচার

Avatar

Published on:

Windows 12 to launch in 2024 with ai focused features by Microsoft

Microsoft তাদের Windows অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন নিয়ে আসার জন্য জোরকদমে কাজ করছে, যার কোডনেম ‘Hudson Valley’। আর এটি Windows 12 নামে বাজারে পাওয়া যাবে। আশা করা হচ্ছে ২০২৪ সালের দ্বিতীয় অর্ধে এটি লঞ্চ হবে। রিপোর্ট অনুযায়ী, Windows 12 অপারেটিং সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এর উপর ভিত্তি করে ডেভেলপ করা হচ্ছে।

Windows 12 এর ভিত্তি হবে AI

Hudson Valley বা উইন্ডোজ ১২ এর বিটা সংস্করণ যারা পরীক্ষা করছে, তাদের মধ্যে একজন ফাঁস করেছে যে, নতুন অপারেটিং সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর জোর দেওয়া হয়েছে। আর এই বিটা ভার্সন অধিক সংখ্যক ডেভেলপারদের জন্য এপ্রিল ২০২৪ সালে লঞ্চ হবে।

রিপোর্টে জানানো হয়েছে যে, Hudson Valley এআই এর মাধ্যমে ইউজার এক্সপেরিয়েন্স বাড়ানোর চেষ্টা করবে। এরজন্য নতুন ইউরাল প্রসেসিং ইউনিট ব্যবহার করা হবে। আর কম্পিউটারেও শক্তিশালী হার্ডওয়্যারের প্রয়োজন পড়বে।

জানিয়ে রাখি, সম্প্রতি Windows 11 এর নতুন আপডেট এসেছে। আর এই আপডেটেও এআই এর উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি পেইন্ট সফটওয়্যারে ব্যাকগ্রাউন্ড সরানোর সুবিধা দেবে নতুন আপডেট।

সঙ্গে থাকুন ➥