Xiaomi-র বড় চমক, একঝাঁক ফোনের সাথে ২৯ মার্চ লঞ্চ হচ্ছে Mi 11 Youth Edition

Avatar

Published on:

চীনা স্মার্টফোন কোম্পানি Xiaomi তাদের চলতি বছরের সবচেয়ে বড় লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে ২৯ শে মার্চ। ইতিমধ্যেই জানা গেছে ওইদিন লঞ্চ হবে Mi 11 Pro, Mi 11 Ultra, Mi Notebook Pro laptop, Mi Band 6, Mi Mix ডিভাইস। তবে হবে এছাড়াও এই ইভেন্টে Mi 11 Youth Edition স্মার্টফোনটি উপর থেকেও পর্দার সরানো হবে। এই ফোনটি 5G সাপোর্টেড সাথে আসবে।

শাওমি সিসি প্রোডাক্ট ম্যানেজার, Wei আজ একটি উইবো পোস্টের মাধ্যমে মি ১১ ইউথ এডিশন স্মার্টফোনটির লঞ্চের তারিখ নিশ্চিত করেছেন। তার শেয়ার করা পোস্টার অনুযায়ী, ২৯ শে মার্চ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) এই ফোনটি বাজারে পা রাখবে।

শাওমি আগেই জানিয়েছিল যে, গ্লোবাল মার্কেটে তারা Mi 11 Lite এর 4G ও 5G ভার্শন লঞ্চ করবে। সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে মি ১১ লাইট এর ৫জি ভার্সন চীনে মি ১১ ইউথ এডিশন নামে পাওয়া যাবে। এই ফোনে কোয়ালকমের সদ্য লঞ্চ করা স্ন্যাপড্রাগন ৭৮০ প্রসেসর থাকতে পারে।

Wei আরও জানিয়েছেন যে, Mi 11 Youth Edition সবচেয়ে পাতলা এবং হালকা 5G স্মার্টফোন হতে পারে। আবার এই ফোনটিতে আমরা ৩.৫ মিমি হেডফোন জ্যাক নাও দেখতে পারি। তবে মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে বলে ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥