তৃতীয় ত্রৈমাসিকেও Samsung কে হারিয়ে ভারতের নম্বর ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড হল Xiaomi

Avatar

Published on:

গত বছরের শেষে ভারত বিশ্বে উৎপাদিত স্মার্টফোনের অন্যতম বৃহৎ বাজার হিসেবে উঠে এসেছে। এক্ষেত্রে কেবলমাত্র চীন আমাদের আগে রয়েছে। যদিও আমেরিকাও খুব একটা পিছিয়ে নেই। তবে শুধু উৎপাদন নয়, আমাদের দেশে নতুন প্রজন্মের পাশাপাশি অন্যান্য মানুষের মধ্যেও পছন্দের স্মার্টফোন কেনার ব্যাপারে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সেইজন্য বিশ্বের তাবড় তাবড় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা ভারতীয় বাজারের প্রতি আকর্ষিত হচ্ছে।

কয়েকদিন আগেই একটি সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরী আমাদের প্রতিবেদনে জানিয়েছিলাম যে, আগস্ট মাসে স্মার্টফোন বিক্রির নিরিখে Samsung চীনা ব্র্যান্ড Xiaomi কে পরাস্ত করে ভারত সহ বিশ্ববাজারে এক নম্বর স্থানে উঠে এসেছে। তবে বছরব্যাপী বিক্রির ক্ষেত্রে হিসেবটা একটু আলাদা। Canalys এর রিপোর্ট অনুযায়ী, বিক্রির ক্ষেত্রে ভারতীয় বাজারে শাওমি অন্যান্য সবকটি স্মার্টফোন প্রস্তুতকারি সংস্থাকে পিছনে ফেলেছে।

এই বছরের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের বাজারে শাওমির স্মার্টফোন বিক্রি উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। এই সময়পর্বে ভারতীয় স্মার্টফোন বাজারের ২৬.১ শতাংশ শেয়ার দখলে রেখে Xiaomi অন্য সমস্ত কোম্পানিকে ছাপিয়ে গিয়েছে। শাওমির দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত এসময়ে তারা মোট ১৩.১ মিলিয়ন স্মার্টফোন ভারতের বাজারে সরবরাহ করেছে, যা গতবারের তুলনায় প্রায় ১.১ শতাংশ বেশী! শাওমির ব্যবসাবৃদ্ধির সময়ে Samsung ভারতীয় ক্রেতাদের প্রায় ১০.২ মিলিয়ন স্মার্টফোনের ইউনিট বিক্রি করেছে। বর্তমানে বাজারে তাদের শেয়ার ২০.৪ শতাংশ যা গতবারের তুলনায় ০.২ শতাংশ কম!

অন্যদিকে বাজার ধরার দিক দিয়ে Vivo রয়েছে তৃতীয় স্থানে। এই সময়কালে তারা এখনও অবধি ৮.৮ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করেছে বলে জানা যাচ্ছে। চতুর্থ স্থানে রয়েছে Realme – বাজারে তাদের শেয়ার গতবছরের তুলনায় বেড়ে ১৫.৩ শতাংশ থেকে ১৭.৪ শতাংশে দাঁড়িয়েছে। বছরব্যাপী হিসেবে বাজারে Realme স্মার্টফোনের বিক্রি গতবারের চেয়ে ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা অন্য সমস্ত সংস্থাগুলির তুলনায় বেশী। বাজারের ১২.১ শতাংশ শেয়ার ধরে রেখে Oppo রয়েছে পঞ্চম স্থানে। মাত্র পাঁচটি স্মার্টফোন নির্মাতা সংস্থা ভারতীয় বাজারের ৯৩.৬ শতাংশ দখল করে রেখেছেন ভাবলে আশ্চর্য হতে হয়!

অন্যদিকে স্মার্টফোন পরিবারে কুলীন Apple ভারতে তাদের ব্যবসা বাড়িয়েছে বলেই খবর। সাম্প্রতিক কালে অনলাইন প্রোমোশন এবং একাধিক অনলাইন স্টোরের দৌলতে তারা গতবারের তুলনায় অনেক বেশী আইফোন মানুষের হাতে তুলে দিয়েছে।

সঙ্গে থাকুন ➥