কনসেপ্ট থেকে এবার বাস্তব, Yamaha E01 ও Yamaha E02 ই-স্কুটার এ বছর লঞ্চ হবে

Published on:

জাপানের টু-হুইলার সংস্থা Yamaha এ বছরই ইউরোপ ও এশিয়ার বাজারে তাদের প্রথম বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করবে৷ প্রায় বছর তিনেক আগে প্রদর্শিত Yamaha E01 ও E02 কনসেপ্ট মডেলের প্রোডাকশন ভার্সন হিসেবে ইলেকট্রিক স্কুটারগুলি বাজারে আনবে৷ E01 ও E02 নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ইয়ামাহা৷ কনসেপ্ট মডেলে যে ফিউচারাস্টিক চেহারা ছিল, তার অবশ্য রূপান্তর ঘটছে৷

প্রসঙ্গত, ২০২১-এ টোকিয়া মোটর শো-তে E01 ও E02 ইলেকট্রিক স্কুটার কনসেপ্ট সামনে এনেছিল ইয়ামাহা৷ সংস্থা আনুষ্ঠানিক ভাবে এখনও না জানালেও, ইয়ামাহার রিসার্চ ও ডেভেলপমেন্ট বিভাগ সেই কনসেপ্টকে বাস্তবের রূপদান করার জন্য উঠেপড়ে লেগেছে বলেই খবর৷

Yamaha E01-এর প্রসঙ্গে এলে, এর ক্ষমতা ১২৫ সিসি পেট্রোল চালিত স্কুটারের সমান৷ এর পাওয়ার আউটপুট হতে পারে সর্বোচ্চ ১১ কিলোওয়াট (১৫ এইচপি) বা তার চেয়ে কিছুটা কম৷ রেঞ্জ ১০০ কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে৷ এটি ঘন্টা প্রতি সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতি তুলতে পারবে বলে মনে করা হচ্ছে৷

অন্য দিকে, Yamaha E02 চেহারায় E01-এর থেকে কিছুটা ছোট৷ এর সিট দু’জন বসার মতো৷ এতে সিঙ্গেল সাইডেড সুইংআর্ম রয়েছে৷ Yamaha E02 -এর ব্যাটারি খুব সম্ভবত রিমুভেবল হবে৷ অর্থাৎ স্কুটার থেকে ব্যাটারি খুলে নিজের ঘরে চার্জ দেওয়ার সুবিধা পাওয়া যাবে৷ আবার রেঞ্জ নিয়ে চিন্তা কমাতে ব্যাটারি সোয়াপিং স্টেশন গড়তে পারে ইয়ামাহা৷ সেখানে ফুরিয়ে যাওয়া ব্যাটারির সঙ্গে ফুল চার্জ ব্যাটারি এক্সচেঞ্জ করা যাবে৷

সঙ্গে থাকুন ➥