HomeTech NewsYamaha Crosser 150: নতুন অ্যাডভেঞ্চার বাইক আনল ইয়ামাহা, পেট্রোল ছাড়াও ইথানলে চলবে

Yamaha Crosser 150: নতুন অ্যাডভেঞ্চার বাইক আনল ইয়ামাহা, পেট্রোল ছাড়াও ইথানলে চলবে

ইয়ামাহা ব্রাজিলে একটি ছোট অ্যাডভেঞ্চার মোটরসাইকেল লঞ্চ করেছে। যার নাম Yamaha Crossover 150। এটি দুটি ভ্যারিয়েন্টে এসেছে – এস (S) ও জি (Z)৷ বাইকটি চারটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে। এস মডেলটি ব্ল্যাক ও স্পোর্টস হোয়াইট এবং জি ভ্যারিয়েন্টটি কম্পিটিউশন ব্লু ও ডাকার স্যান্ড কালারে উপলব্ধ৷  Yamaha Crosser 150 ABS-এর ফিচার, ইঞ্জিন ও দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

Yamaha Crosser 150 : ফিচার

একটি আদর্শ অ্যাডভেঞ্চার বাইক হিসেবে এর বডি প্যানেলটি শোভিত করা হয়েছে। এর এস ও ছি ভ্যারিয়েন্টে যথাক্রমে ছোট ও বড় বিক (Beak) দেওয়া হয়েছে। এই ‘বিক’ শব্দটির সাথে অপরিচিত অনেকেই। সে ক্ষেত্রে জানিয়ে রাখি, ‘বিক’ হল পাখির ঠোঁটের মতো দেখতে একটি লম্বা সরঞ্জাম, যা সাধারণত অ্যাডভেঞ্চার শ্রেণীর বাইকগুলিতে নজরে পড়ে।

এর সামনের সাসপেনশনে রয়েছে ফর্ক গেইটার। দুটি ভ্যারিয়েন্টেই দেওয়া হয়েছে ফ্লাই স্ক্রীন সহ ছোটো হেড ল্যাম্প। অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে এতে রয়েছে এয়ার স্কুপস সহ ফুয়েল ট্যাঙ্ক এক্সটেনশন, একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং বাল্ব-টাইপ লাইটিং সেটআপ। অ্যাডভেঞ্চার থিম চমৎকারভাবে ফুটিয়ে তুলতে বাইকটিতে দেওয়া হয়েছে স্পোক হুইল, যার দৈর্ঘ্য ১৯-১৭ ইঞ্চি।

Yamaha Crosser 150 : ইঞ্জিন

ইয়ামাহা ক্রসার ১৫০-এ দেওয়া হয়েছে একটি ১৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ১২.২ বিএইচপি শক্তি এবং ১২.৭ এনএম পিক টর্ক পাওয়া যাবে। ইঞ্জিনটিকে যোগ্য সঙ্গত দিতে এতে আছে ৫ গতির গিয়ার বক্স। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল এটি পেট্রোল এবং ইথানল উভয় জ্বালানিতেই চলবে।

Yamaha Crosser 150 : দাম

ব্রাজিলের Yamaha Crosser 150 বাইকটির দাম ১৫,৫৯০ রিয়েল বা প্রায় ২.০৯ লক্ষ টাকা।

প্রসঙ্গত, সম্পূর্ণ প্যাকেজের দিক থেকে Yamaha Crosser 150 একটি আদর্শ অ্যাডভেঞ্চার বাইক, যা ভারতের বাজারে এলে খুব সহজেই জনপ্রিয়তা পাবে বলে মনে করা হচ্ছে। তবে এটি ভারতে আনা হবে না বলেই খবর। হয়তো অন্য কোনও মডেলের অ্যাডভেঞ্চার বাইক আগামীতে ভারতে আনতে পারে Yamaha।

RELATED ARTICLES

Most Popular