HomeTech NewsYouTube hum to search: ৩ সেকেন্ড শিস দিয়ে গাইলেই পছন্দের গান খুঁজে দেবে ইউটিউব

YouTube hum to search: ৩ সেকেন্ড শিস দিয়ে গাইলেই পছন্দের গান খুঁজে দেবে ইউটিউব

প্রযুক্তি আমাদের জীবনে এখন একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিভিন্ন AI টুলস যেমন ChatGPT আমাদের কাজ অনেকটাই কমিয়ে দিয়েছে। এতদিন আমরা কোনো গানের কথা ভুলে গেলে সেটি মনে না পড়া পর্যন্ত খুঁজে পেতাম না। কিন্তু এবার সে কাজটিও অনায়াসে করে দেবে YouTube Music। আসলে সম্প্রতি YouTube ‘Hum-to-search’ ফিচার লঞ্চ করেছে। এই ফিচার দ্রুত কোনো গান খুঁজে দিতে পারে।

YouTube আনল Hum-to-search ফিচার

ইউটিউবের নতুন হুম-টু-সার্চ ফিচারে আপনি ৩ সেকেন্ড কোন গান হুমহুম করে বা শিস দিয়ে গাইলে (একই সুরে) গানটি খুঁজে পেতে পারেন। আপনার থেকে নির্দেশ পাওয়ার পরই ইউটিউব তাদের লাইব্রেরীতে একই সুরের কোনো গান আছে কিনা তা খুঁজতে শুরু করবে।

আপাতত ইউটিউবের হুম-টু-সার্চ ফিচার কিছু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। পরীক্ষা শেষ হলে সমস্ত YouTube Music অ্যাপ ব্যবহারকারীরা এই ফিচার পাবে। এই ফিচারের জন্য অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে।

কীভাবে YouTube Hum-to-search ফিচার ব্যবহার করবেন

স্টেপ ১ : প্রথমে ইউটিউব অ্যাপ খুলুন।

স্টেপ ২ : সার্চ আইকনে ক্লিক করুন (উপরে ডান দিকে)।

স্টেপ ৩ : এবার মাইক্রোফোন আইকনে ট্যাপ করে হুম-টু-সার্চ ফিচার অন করুন‌।

স্টেপ ৪ : ইউটিউবকে মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দিন।

স্টেপ ৫ : এবার হুম, শিস বা গুনগুন করে গান করুন।

স্টেপ ৬ : ইউটিউব এবার আপনাকে একই সুরের গান রেজাল্টে দেখাবে।

RELATED ARTICLES

আরও পড়ুন