EV Battery Swapping Policy: চার মাসের মধ্যেই দেশে নতুন নীতি, বৈদ্যুতিক গাড়ির দাম কমার সম্ভাবনা

By :  SUMAN
Update: 2022-02-28 13:13 GMT

বৈদ্যুতিক যানবাহনের মূল্য দেশবাসীর হাতের নাগালে নিয়ে আসতে এবার সচেষ্ট কেন্দ্র। পাবলিক ‘ব্যাটারি সোয়াপিং পলিসি’ বা ব্যাটারি বদলের নীতি চালু করার পরিকল্পনা করছে নীতি আয়োগ (NITI Aayog)। এই প্রসঙ্গে কেন্দ্রের ধারণা, এই নীতি একবার চালু হলে গ্রাহকরা ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি ছাড়াও কিনতে পারবেন। এর ফলে যেমন বৈদ্যুতিক গাড়ির প্রারম্ভিক মূল্য এক ধাক্কায় অনেকটা কমে আসবে, পাশাপাশি দেশের বিপুল সংখ্যক জনগণ এগুলি কিনতে উৎসাহিত হওয়ায় বৈদ্যুতিক ক্ষেত্রে আসবে গতিশীলতা। আগামী ৩-৪ মাসের মধ্যেই এটি চালুর চিন্তাভাবনা করছে কেন্দ্র।

নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহক অমিতাভ কান্ত (Amitabh Kant) বলেন, “আগামীতে বৈদ্যুতিক গাড়ির মূল্য জ্বালানি তেল চালিত (আইসিই) যানবাহনের তুলনায় কম হবে বলে আমি আত্মবিশ্বাসী।” প্রস্তাবিত নীতিতে বলা হয়েছে, দুই ও তিন চাকার ইলেকট্রিক গাড়ি কেনার সময় গ্রাহকরা ‘Battery-as-a-service’ টি গ্রহণ করতে পারবেন। অর্থাৎ যানবাহনটি ব্যাটারি সমেত কেনা অপরিহার্য নয়। এদিকে বৈদ্যুতিক গাড়ির ৫০% দামই হল ব্যাটারির। তাই ব্যাটারি ছাড়া কিনলে স্বভাবতই গাড়ির দরও অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন কান্ত।

অন্যদিকে Sun Mobility-র সহ-প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান চেতন মাইনি (Chetan Maini) বলেন, “এই নীতিটি গাড়ির প্রারম্ভিক মূল্য এবং রেঞ্জের উদ্বিগ্নতার (গন্তব্যে পৌঁছানোর আগেই ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়ার ভয়) বিষয়টি খেয়াল রাখবে।” প্রাথমিক পর্যায়ে গাড়ি ভাড়া দেওয়া সংস্থা এবং পণ্য পরিবহনকারী যানবাহনের জন্যে এই ব্যবস্থা চালু করা হবে বলে তিনি জানিয়েছেন।

অমিতাভ কান্ত জানান, এমনকি এই সোয়াপিং স্টেশনগুলি থেকে ন্যূনতম সময়ে চার্জ ফুরিয়ে যাওয়া ব্যাটারি বদলে ফুল চার্জড ব্যাটারি গ্রহণ করা যাবে। আবার সেগুলি বাড়িতেও চার্জ করা যাবে। প্রাথমিক পর্যায়ে লাইট ইলেকট্রিক ভেহিকেল বা হালকা বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রেই কেবল ব্যাটারি সোয়াপিংয়ের এই পরিষেবা চালু করা হবে।

Tags:    

Similar News