সস্তার ফোন Nokia 1 এর জন্য এল অ্যান্ড্রয়েড ১০ গো এডিশন আপডেট

By :  techgup
Update: 2020-07-08 12:48 GMT

এইচএমডি গ্লোবাল সবসময় নোকিয়া স্মার্টফোনের জন্য দ্রুত সফটওয়্যার আপডেট নিয়ে আসে। কোম্পানি এবার Nokia 1 ফোনের জন্য আপডেট আনলো। এটি একটি অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন। এবার এই ফোনের জন্য অ্যান্ড্রয়েড ১০ আপডেট চলে এল। মনে রাখবেন এটি একটি গো এডিশন আপডেট। এইচএমডি গ্লোবাল এর চিফ প্রোডাক্ট অফিসার টুইট করে এই খবর জানিয়েছেন।

জুহো সার্ভিকাস এর টুইট অনুযায়ী, ভারত, বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম এর নোকিয়া ১ গ্রাহকরা এই আপডেট পাবে। তিনি টুইটে জানান আজই ১০ শতাংশ ফোন এই আপডেট পাবে। এরপর ১০ জুলাই ৫০ শতাংশ ব্যবহারকারীকে আপডেট দেওয়া হবে। আবার ১২ জুলাইয়ের মধ্যে সবাই আপডেট পেয়ে যাবে।

https://twitter.com/sarvikas/status/1280498996054654976

আপনাকে জানিয়ে রাখি গো এডিশন হল সাধারণ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের লাইট ভার্সন। এখানে আপনি গুগল, ফেসবুক ও অন্যান্য অ্যাপের লাইট ভার্সন ব্যবহার করতে পারবেন। এই অপারেটিং সিস্টেম কম স্টোরেজের ফোনে ব্যবহার করা হয়। গুগল কিছুদিন আগে গো এডিশনের জন্য Camera Go app এনেছিল।

নোকিয়া ১ ফোনে পাবেন ১ জিবি র‌্যাম,৮ জিবি স্টোরেজ, ৪.৫ ইঞ্চি ডিসপ্লে, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ২১৫০ এমএএইচ ব্যাটারি । আবার নোকিয়া ২. ১ স্মার্টফোনটিতে একটি ৫.৫ ইঞ্চি HD আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড ওরিওর সাথে ফোনটিতে অক্টা কোর স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর এবং ১ জিবি র‌্যাম আছে। এছাড়াও আপনি পাবেন ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৪০০০ এমএএইচ ব্যাটারী। ফটোগ্রাফির জন্য এটাতে ৮ মেগাপিক্সেল রেয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Tags:    

Similar News