মোটরসাইকেলের পর স্কুটারের পালা, Yamaha Fascino 125 এবার লঞ্চ হবে নতুন আপডেটের সঙ্গে

By :  SUMAN
Update: 2023-02-19 06:13 GMT

জাপানি টু-হুইলার ব্র্যান্ড ইয়ামাহা (Yamaha) সদ্য ভারতে তাদের একগুচ্ছ মোটরসাইকেলের আপডেটেড মডেল হাজির করেছে। এবছর এপ্রিল থেকে সমগ্র দেশে কার্যকর হতে চলা নয়া নির্গমন বিধি ওবিডি-২ মেনে এসেছে এগুলি। পাশাপাশি বাইকগুলি ফিচারেও বিভিন্ন আপডেট পেয়েছে। এবারে সংস্থাটি তাদের স্কুটারের লাইনআপেও নয়া চমক আনার প্রস্তুতি সারছে। জনপ্রিয় স্কুটার Fascino 125 সহ আরও মডেল নয়া সংস্করণে আনতে কোমর বেঁধেছে ইয়ামাহা। অনলাইনে ফাঁস হওয়া আরটিও-এর নথিতে এমনটাই দাবি করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে 2023 Yamaha Fascino 125-ও অনবোর্ড ডায়াগনস্টিক (ওবিডি-২) সিস্টেম সমেত আসবে।

OBD-2 আদতে কীভাবে কাজ করবে

আরও কঠোর নির্গমন বিধি ওবিডি-২-তে গাড়ির নির্গমন মাত্রা অনুসন্ধান করার উদ্দেশ্যে ইঞ্জিনে একটি ডিভাইস থাকবে। যেটি প্রতি মুহূর্তে জ্বালানি কতটা পুড়ছে তা নিয়ন্ত্রণ করার পাশাপাশি হিসেব রাখবে। এদিকে Fascino 125 ছাড়াও ইয়ামাহার সম্ভাব্য লঞ্চের তালিকায় রয়েছে Cygnus Ray ZR ও Cygnus Ray ZR Street Rally। যদিও এর আগের আপডেট দেওয়ার সময়তেই ইয়ামাহা স্কুটার দুইয়ের নাম থেকে Cygnus শব্দটি অপসারিত করেছিল। এখন এদের নাম – Ray ZR ও Ray ZR Street Rally।

Yamaha Fascino 125, Ray ZR ও Ray ZR Street Rally

তিনটি স্কুটারেই থাকছে একটি ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার, ফুয়েল ইঞ্জেক্টেড মোটর। ওবিডি-২ পালনকারী ইঞ্জিনটি থেকে ৬,৫০০ আরপিএম গতিতে ৮ বিএইপি শক্তি উৎপন্ন হবে। এদিকে, ইয়ামাহা সম্প্রতি YZF-R15, MT-15, FZ-S ও FZ-X-এর নয়া ভার্সন লঞ্চ করেছে। এবারে তারা স্কুটারের লাইনআপ ঢেলে সাজাতে উদ্যত হয়েছে।

যদিও ইয়ামাহার তিনটি স্কুটার কবে লঞ্চ হবে সে বিষয়ে কোনো বার্তা এসে পৌঁছায়নি। ফাঁস হওয়া নথিতে আসন্ন স্কুটারগুলির স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। যদিও ফিচার সম্পর্কিত কোন তথ্য জানা যায়নি। স্কুটারগুলিতে ইতিমধ্যেই রয়েছে এলইডি হেডল্যাম্প, ব্লুটুথ কানেক্টিভিটি, একটি মাল্টি-ফাংশন কি সুইচ, ২১ লিটারের আন্ডার-সিট স্টোরেজ, অ্যালয় হুইল, কম্বি ব্রেকিং সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য।

প্রসঙ্গত, বর্তমানে বাজারে উপলব্ধ Yamaha Fascino 125-এর দাম ৭৭,১০০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এবং Ray ZR ও Ray ZR Street Rally-এর মূল্য যথাক্রমে ৮২,২৩০ টাকা ও ৯১,০৩০ টাকা (এক্স-শোরুম)। নতুন আপডেটের ফলে ২০২৩-এর মডেলগুলির দামে সামান্য বৃদ্ধি নজর করা যেতে পারে। আবার Yamaha Aerox 155-ও ওবিডি-২ পালন করে শীঘ্রই হাজির করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News