Oben Rorr: বাজারে ঝড় তুলতে দেশি ইলেকট্রিক বাইকের আত্মপ্রকাশ, একচার্জে যাবে 200 কিমি
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে একটি ইলেকট্রিক বাইক তৈরি করতে চেয়েছিলেন দিনকর ও মধুমিতা আগরওয়াল। এনারা হলেন ভারতের ইভি স্টার্টআপ Oben এর প্রতিষ্ঠাতা ও সহ-প্রতিষ্ঠাতা। বহু প্রতিবন্ধকতা পেরিয়ে স্ক্র্যাচ থেকে অবশেষে তৈরি করেছেন ‘দেশের’ ইলেকট্রিক বাইক। কিছুদিন আগে আধুনিক প্রজন্মের মোটরসাইকেলটির ছবি প্রকাশ্যে এলেও এর নাম জানানো হয়নি। তবে এবার নাম প্রকাশের পাশাপাশি জানানো হল এর লঞ্চের সময়কাল। ‘Oben Rorr’ নামক এই ইলেকট্রিক মোটরসাইকেলটি এই বছরের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ মার্চের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে বাজারে পা রাখবে বলে ঘোষণা করা হয়েছে৷
একই সাথে জানানো হয়েছে চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিক (এপ্রিল-জুন)-এর মধ্যেই Oben Rorr-এর ডেলিভারি দেওয়া শুরু হবে। চলুন ব্যাটারিচালিত এই বাইকের স্পেসিফিকেশগুলি ও সম্ভাব্য দাম সম্পর্কে জেনে নেওয়া যাক
ওবেন রর ব্যাটারি, রেঞ্জ, স্পিড (Oben Rorr Battery, Range, Speed)
সংস্থার তরফে ইলেকট্রিক বাইকটির মেকানিক্যাল স্পেসিফিকেশনগুলি এখনও বিস্তারিত জানানো হয়নি৷ তবে তাদের দাবি ওবেন রর-এর রেঞ্জ ২০০ কিমি (আইডিসি), অর্থাৎ সম্পূর্ণ চার্জে এটি ২০০ কিমি পথ পাড়ি দিতে পারে। ব্যাটারিটি ফিক্সড৷ অর্থাৎ খুলে বাইরে চার্জ দেওয়া যাবে না৷ বাইকটিতে রোডস্টার মডেলের ডিজাইন শোভিত করা হয়েছে। গোলাকৃতি এলইডি হেডলাইট এর সাথে সংযুক্ত রয়েছে একজোড়া ছোট এলইডি টার্ন ইন্ডিকেটর। আবার স্প্লিট স্টাইল সিট, টু-পিস পিলিয়ন গ্র্যাবরেল এবং ৫-স্পোক অ্যালয় হুইলের দেখা মিলবে এতে। এছাড়াও বাইকটিতে রয়েছে একটি বড় ডিসপ্লে৷
ওবেন রর ঘন্টা প্রতি ১০০ কিমি গতি তুলতে সক্ষম। আবার এতে ৩ সেকেন্ডের মধ্যে ০-৪০ কিমি প্রতি ঘণ্টা গতি উঠবে বলে জানানো হয়েছে৷ একটি ভ্যারিয়েন্টে আসবে Oben Rorr। এর ব্যাটারিটি মাত্র দু’ঘন্টায় সম্পূর্ণ চার্জ করা যাবে। পাশাপাশি ব্যাটারিতে থাকবে ফাস্ট চার্জিং অপশন৷
ওবেন রর দাম (Oben Rorr Price)
যদিও Oben Rorr-এর দাম এখনও জানানো হয়নি তবে অনুমান করা হচ্ছে এটির মূল্য ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকার মধ্যেই রাখা হতে পারে। অন্যদিকে আগামী দু'বছরে প্রত্যেক ৬ মাস অন্তর একটি করে নতুন মডেল লঞ্চ করার লক্ষ্যমাত্রা নিয়েছে ওবেন৷