বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম চড়ছে, সরকারের এক লক্ষ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা, জানাল SBI
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুড) দাম ব্যারেল পিছু ৯০ ডলার পেরিয়ে গিয়েছে। ফলে সমগ্র বিশ্বেই যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাবে তা আর বলার অপেক্ষা রাখে না। যার ফলে ২০২২-২৩ অর্থবর্ষে ভারত সরকার রাজস্বে ৯৫,০০০-১,০০,০০০ কোটি টাকা লোকসানের মুখ দেখতে পারে বলে রিপোর্টে প্রকাশ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র অর্থনীতি গবেষণা শাখার রিপোর্টে এমন তথ্যই সম্প্রতি প্রকাশ পেয়েছে।
উক্ত রিপোর্টে বলা হয়েছে, কয়েকটি রাজ্যে ভোট মিটে যাওয়ার পর মোদি সরকার দেশে পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে যদি এর লিটার পিছু ৭ টাকা পর্যন্ত আবগারি শুল্ক কমায়, সে ক্ষেত্রে কেন্দ্রকে মাসিক ৮,০০০ কোটি টাকার লোকসান গুনতে হবে। এই প্রসঙ্গে SBI Research Ecowrap-এর বক্তব্য, “যদি আমরা ধরে নিই যে এই কমতি আবগারি শুল্ক পরবর্তী অর্থবর্ষেও জারি থাকে, এবং ২০২২-২৩-এ পেট্রল-ডিজেলের চাহিদা ৮-১০% বৃদ্ধি পায়, তবে কেন্দ্রের ৯৫,০০০-১,০০,০০০ কোটি টাকা লোকসানের মুখ দেখতে হতে পারে।”
ইউক্রেনের উপর রাশিয়ার হামলার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে, যা ২০১৪ সালের পর থেকে এখনো পর্যন্ত সর্বোচ্চ। বিশেষজ্ঞদের মতে অপরিশোধিত তেলের দামে উত্তাপ বৃদ্ধির ফলে দেশে আভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি সৃষ্টি করতে পারে, যা কেন্দ্রের আর্থিক পরিকাঠামোকে বিপর্যস্ত করার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে রেটিংস এজেন্সি ICRA এক রিপোর্টে ওই একই দাবি করেছিল, দেশে পেট্রল-ডিজেলের বর্তমান দাম অতিমারির আগের মূল্যের সমান রাখতে কেন্দ্র যে আবগারি শুল্কে ছাড় দিয়েছে তাতে ৯২,০০০ কোটি টাকার লোকসান হতে পারে। এতে বলা হয়েছিল, যদি প্রাক-অতিমারির স্তরে পেট্রোপণ্যের মূল্য নামিয়ে আনা হয়, সেক্ষেত্রে দেশে মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে পারে।