৫১ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে Samsung এর বেস্ট ক্যামেরা ফোন, এই সুযোগ হাতছাড়া করবেন না

প্রিমিয়াম স্মার্টফোন বিভাগে Samsung এবং Apple সংস্থা বরাবরই একে অপরের প্রতিদ্বন্দ্বী। কিন্তু দক্ষিণ কোরিয়া ভিত্তিক সংস্থাটি আইফোনের তুলনায় সাশ্রয়ী মূল্যে তাদের ফ্ল্যাগশিপগুলিকে বাজারজাত করার দরুন বহু মানুষ Samsung আনীত স্মার্টফোন কিনতেই বেশি পছন্দ করে থাকেন। এক্ষেত্রে আপনিও যদি নিজের জন্য একটি প্রিমিয়াম Samsung স্মার্টফোন কিনতে চান, তবে আপনার জন্য রয়েছে একটি সুখবর! আসলে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে Amazon দ্বারা লাইভ করা ‘Great Republic Day’ সেলে ২০২২ সালে লঞ্চ হওয়া Samsung Galaxy S22 5G স্মার্টফোনকে ৫২,৩০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টের সাথে তুলনায় অনেক কম দামে কিনে নেওয়া যাবে। এই ডিসকাউন্টের মধ্যে ব্যাঙ্ক কার্ড অফার এবং এক্সচেঞ্জ বোনাস অন্তর্ভুক্ত। আপনিও যদি এই অফারের লাভ ওঠাতে আগ্রহী থাকেন তাহলে তড়িঘড়ি অফারগুলি দেখে নিন। কেননা Amazon Great Republic Day’ আগামী ২০ই জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে।

Amazon Great Republic Day Sale -এ Samsung Galaxy S22 5G স্মার্টফোনের উপর পাওয়া অফার

ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ৮৫,৯৯৯ টাকা রাখা হয়েছিল। কিন্তু অ্যামাজন আয়োজিত সেলে উক্ত মডেলকে ফ্লাট ৩৮% বা ৩৩,০০০ টাকা ডিসকাউন্ট সহ মাত্র ৫২,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে।

অফারের কথা বললে, SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে ১,২৫০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। আবার যেসকল গ্রাহকেরা কিস্তিতে টাকা শোধ করতে চান, তাদের জন্য নো-কস্ট ইএমআই বিকল্প উপলব্ধ। আর পুরোনো মোবাইল আপগ্রেড করে স্যামসাংয়ের এই প্রিমিয়াম স্মার্টফোনটি কিনলে ১৮,০৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস মিলবে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করতে পারলে স্যামসাং গ্যালাক্সি এস২২ -কে মাত্র ৩৪,৯৪৯ টাকা খরচ করে বাড়ি নিয়ে আসা যাবে। এটিকে – গ্রীন, ফ্যান্টম হোয়াইট ও ফ্যান্টম ব্ল্যাক কালারে বেছে নেওয়া যাবে।

Samsung Galaxy S22 -এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২২ স্মার্টফোনে ৬.১-ইঞ্চির ফুল এইচডি (১০৮০x২৩৪০ পিক্সেল ) ডাইনামিক AMOLED ডিসপ্লে আছে, যা ৪৮ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত ভ্যারিয়েবল রিফ্রেশ রেট এবং ১৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন রয়েছে। পারফরম্যান্সের জন্য এই ফ্ল্যাগশিপে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ৪ ন্যানোমিটার (এনএম) প্রসেসিং নোডে নির্মিত। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। এই ডিভাইসটি ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ সহ পাওয়া যাবে। আর সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে আল্ট্রা সনিক ফিঙ্গারপ্রিন্ট রিডার বিদ্যমান থাকছে।

স্যামসাং গ্যালাক্সি এস২২ স্মার্টফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এগুলি হল – OIS-এনাবল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর (অ্যাপারচার : এফ/১.৮), OIS ও ৩এক্স (3x) অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (অ্যাপারচার : এফ/২.৪) এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর (অ্যাপারচার : এফ/২.১)। আবার ডিভাইসের সামনে একটি ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়। Samsung Galaxy S22 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৩,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এর পরিমাপ ১৪৬x৭০.৬x৭.৬ মিমি ও ওজন ১৬৭ গ্রাম। ফোনটি IP68 রেটিং প্রাপ্ত।