লঞ্চ হওয়ার কয়েক ঘন্টা আগে ফাঁস OnePlus 9 সিরিজের ফোনের দাম ও কালার অপশন
আজই লঞ্চ হবে OnePlus 9 সিরিজ। এই সিরিজে তিনটি ফোন থাকবে OnePlus 9, OnePlus 9 Pro, ও OnePlus 9R। এরমধ্যে ওয়ানপ্লাস ৯আর ফোনটি কেবল ভারতের জন্য আনা হতে পারে। কোম্পানির তরফে ইতিমধ্যেই এই সিরিজের ফোনগুলির মুখ্য স্পেসিফিকেশন সামনে আনা হয়েছে। জানা গেছে ওয়ানপ্লাস ৯ সিরিজে বেস মডেল ও প্রো মডেলে Hasselblad ক্যামেরা সহ স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর থাকবে। আবার এই ফোনদুটি ২৯ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। কিন্তু লঞ্চের কয়েকঘন্টা আগে এবার OnePlus 9 সিরিজের ফোনগুলির দাম ফাঁস হল।
টিপস্টার যাদব ভারতে ওয়ানপ্লাস ৯ সিরিজের ফোনগুলির দাম জানিয়ে একটি টুইট করেছেন। তিনি বলেছেন এই সিরিজের সবচেয়ে সস্তা মডেল অর্থাৎ OnePlus 9R দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে- ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। এই দুই ভ্যারিয়েন্টের দাম রাখা হবে যথাক্রমে ৩৯,৯৯৯ টাকা ও ৪৩,৯৯৯ টাকা। ফোনটি কার্বন ব্ল্যাক এবং লেক ব্লু কালারে আসবে।
আবার OnePlus 9 ফোনটির প্রাথমিক স্টোরেজ ভ্যারিয়েন্ট অর্থাৎ ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের মূল্য থাকবে ৪৯,৯৯৯ টাকা। ৫৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে ফোনটির ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। ফোনটি তিনটি কালারের বিকল্পে উপলব্ধ হবে - উইন্টার মিস্ট, অ্যাস্ট্রাল ব্ল্যাক এবং আর্কটিক স্কাই।
এদিকে OnePlus 9 Pro অর্থাৎ এই সিরিজের প্রিমিয়াম মডেলের দাম শুরু হচ্ছে ৬৪,৯৯৯ টাকা থেকে। এই মূল্য রাখা হবে এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। আবার ফোনটির ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ৬৯,৯৯৯ টাকায়। এই ফোনটি পাইন গ্রিন, মর্নিং মিস্ট, স্টার্লার ব্ল্যাক কালারের সাথে লঞ্চ হবে।
OnePlus 9 সিরিজের ফোনগুলির স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করতে পারেন।