OnePlus 9R ফোনের জন্য এল নতুন আপডেট! কি কি পরিবর্তন আসবে দেখে নিন

By :  SHUVRO
Update: 2021-04-16 14:27 GMT

সম্প্রতি ভারতে পা রেখেছে OnePlus 9 সিরিজের তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন - OnePlus 9, OnePlus 9 Pro, ও OnePlus 9R।‌ এরমধ্যে প্রথম দুটি ফোনের সেল আগে শুরু হয়েছে। আবার গতকাল ছিল তৃতীয় ফোন অর্থাৎ OnePlus 9R এর প্রথম সেল। লঞ্চের পর থেকেই দেখা গিয়েছে যে, OnePlus 9, OnePlus 9 Pro এর জন্য ঘনঘন সফটওয়্যার আপডেট পাঠানো হচ্ছে। এখন OnePlus 9R এর জন্য ওয়ানপ্লাস প্রথম সিস্টেম আপডেট রোলআউট করছে বলে জানা গিয়েছে। আপডেটটি ওয়ানপ্লাস ৯আর স্মার্টফোনে কয়েকটি বাগ ফিক্স করা ছাড়াও বিভিন্ন অপ্টিমাইজেশন আনবে। অক্সিজেনওএস ১১.২.১.১ (Oxygen OS 11.2.1.1) আপডেট ওয়ানপ্লাস ৯আর স্মার্টফোনে কী কী পরিবর্তন আনছে সেগুলি এবার দেখে নেওয়া যাক।

সিস্টেম

  • আরও ভাল ইউজার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য চার্জিং স্টেবিলিটি ইমপ্রুভ করা।
  • কল অফ ডিউটি গেমের জন্য হ্যাপটিক ফিডব্যাক ইমপ্রুভ করা।
  • ডুয়েল সিম কার্ডের সাথে আগত ইনকামিং রিংটনে অস্বাভাবিক পরিবর্তন ফিক্স করা ।
  • ডিভাইস চার্জে থাকাকালীন ইনকামিং কলে বিলম্ব ফিক্স করা।
  • জেনারেল বাগ ফিক্স করা।

গ্যালারি

  • প্রিভিউ পদ্ধতিকে আরও দ্রুততর করার জন্য গ্যালারির লোডিং স্পিড ইমপ্রুভ করা।

ক্লক

  • এলার্ম টোনের ভাইব্রেটিং পারফরম্যান্সকে ইমপ্রুভ করা।

নেটওয়ার্ক

  • ইমপ্রুভড ওয়াই-ফাই হটস্পট পারফরম্যান্স।

আপডেটটি পর্যায়ক্রমিক ভাবে রোল-আউট হচ্ছে" সুতরাং সমস্ত OnePlus 9R ব্যবহারকারী এখন এটি নাও পেতে পারেন। প্রথমে সীমিত সংখ্যক ইউজারদের কাছে আপডেটটি যাবে এবং তারপর বিস্তৃতভাবে সেটি রোলআউট হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News