Android 13 রিলিজের তারিখ ক্রমশ এগিয়ে আসছে, তাই এবার OnePlus 9RT স্মার্টফোনে লেটেস্ট Android 12 নির্ভর OxygenOS 12 আপডেট দিল ওয়ানপ্লাস। হ্যান্ডসেটটির জন্য এটাই প্রথম সর্বশেষ অ্যান্ড্রয়েডের ওপেন বিটা আপডেট। ডিভাইসটি লঞ্চ হয়েছিল Android 11-এর সাথে।
ওয়ানপ্লাস কমিউনিটির পোস্ট অনুযায়ী, নয়া সিস্টেম আপডেট পেতে গেলে OnePlus 9RT ব্যবহারকারীদের Android 11-এর A.08 বিল্ডে থাকতে হবে। একগুচ্ছ নতুন ফিচারের সাথে এ মাসের সিকিউরিটি প্যাচও পাবেন তারা নয়া বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে অপ্টিমাইজড ডেস্কটপ আইকন, থ্রি অ্যাডজাস্টেবল ডার্ক মোডস, ওয়ার্ক লাইফ ব্যালান্স ফিচার, ব্যাটারির অবশিষ্ট চার্জ দেখার জন্য আলাদা চার্ট, প্রভৃতি।
ব্যবহারকারীরা যে অ্যাপগুলি ঘন ঘন খোলেন লেটেস্ট আপডেট ইন্সটলের পর সেগুলি শনাক্ত হয়ে প্রি-লোড হয়ে যাবে। যাতে আপনি দ্রুত খোলতে পারেন। এই ফিচারকে বলা হয়েছে কুইক লঞ্চ৷ এছাড়া ওয়ানপ্লাস দাবি করেছে লড়াইয়ের দৃশ্যর সময় উন্নত গেমিং এক্সপেরিয়েন্স পাবেন OnePlus 9RT ইউজারেরা। রিয়ার ক্যামেরা দিয়ে শ্যুট করার সময় জুম ইন ও আউটও অপ্টিমাইজ করা হয়েছে। আবার ফোটো, ফোন, মেইল, এবং ক্যালেন্ডারে আরও নতুন সিস্টেম অ্যাপ্লিকেশনের সাপোর্ট দেওয়া হয়েছে।
গত বছরের অক্টোবরে লঞ্চ হওয়া OnePlus 9RT মডেলে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, একটি ১৬ মেগাপিক্সেল সিঙ্গেল সেল্ফি ক্যামেরা, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, এবং ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং-সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।