সদ্য লঞ্চ হওয়া OnePlus 9RT ফোনে এল December, 2021 এর সিকিউরিটি আপডেট, কীভাবে ডাউনলোড করবেন
OnePlus 9RT গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল এবং গত পরশু দিন ফোনটির এদেশের সেল শুরু হয়। ফ্ল্যাগশিপ রেঞ্জে আসা এই ফোনে আছে Android 11 ভিত্তিক OxygenOS 11 কাস্টম স্কিন। তবে চলতি বছরের প্রথম কোয়ার্টারে OnePlus 9RT ফোনে Android 12 আপডেট আসবে বলে কোম্পানি তরফে নিশ্চিত করা হয়েছে। যদিও তার আগে এই ফোনের জন্য অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ রোল আউট করল ওয়ানপ্লাস।
OnePlus 9RT ফোনের জন্য এল December, 2021 Android Security Patch
আজ্ঞে হ্যাঁ! লঞ্চের কয়েকদিনের মধ্যে ওয়ানপ্লাস ৯আরটি ফোনের জন্য ডিসেম্বর,২০২১ এর অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ নিয়ে আসা হয়েছে। পাশাপাশি কিছু বাগ ফিক্স করা হয়েছে। এই ওটিএ আপডেটের সাইজ প্রায় ১৬৭ এমবি।
নতুন এই আপডেট ওয়ানপ্লাস ৯আরটি ফোনের সিস্টেমকে আরো শক্তিশালী করবে। আবার মুভি মোডের ইউআই ডিসপ্লে ও সুপার অ্যান্টি শেক-এর এফেক্টকে অপ্টিমাইজ করবে। এছাড়া কমিউনিটি থেকে জানানো হয়েছে, ফোনের VoWiFi ফিচারের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।
আপনি যদি OnePlus 9RT ফোনটি ব্যবহার করেন এবং এখনও আপডেট না পেয়ে থাকেন, তাহলে ম্যানুয়ালি চেক করার জন্য ফোনের Settings > System > System Updates-এ যান। যদি আপডেট আসে তাহলে ওয়াই-ফাই এর মাধ্যমে ফোনে ডাউনলোড ও ইন্সটল করুন।