OnePlus 9RT দুর্দান্ত ফিচার সহ ১৩ অক্টোবর লঞ্চ হচ্ছে, দাম জেনে নিন
OnePlus 9RT আগামী ১৩ অক্টোবর চীনে লঞ্চ হবে। আজ কোম্পানির তরফে তাদের চলতি বছরের শেষ ফ্ল্যাগশিপ ফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। গতকালই কোম্পানির কো-ফাউন্ডার পেট লাউ OnePlus 9RT ফোনটি টিজ করেছিলেন। ফলে ফোনটি যে শীঘ্রই বাজারে আসবে তা অনুমান করা যাচ্ছিল। রিপোর্ট অনুযায়ী, এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, কালারওএস ১২ কাস্টম ওএস ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে।
OnePlus 9RT লঞ্চ হচ্ছে ১৩ অক্টোবর
আজ ওয়ানপ্লাস একটি উইবো (Weibo) পোস্টে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন, ওয়ানপ্লাস ৯আরটি এর লঞ্চের তারিখ ঘোষণা করেছে। আগামী ১৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটায় (ভারতে বিকাল ৫টা) ফোনটি লঞ্চ হবে। ওয়ানপ্লাসের ওয়েবসাইটেও এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। যেখান থেকে ওয়ানপ্লাস ৯আরটি এর ফ্রন্ট ও রিয়ার ডিজাইন সামনে এসেছে। এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যাবে।
OnePlus 9RT স্পেসিফিকেশন ও দাম
টিপস্টারদের দাবি অনুযায়ী, ওয়ানপ্লাস ৯আরটি ফোনের সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকবে। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লের কাট আউটের মধ্যে পাওয়া যাবে ১৬/৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সিকিউরিটির জন্য মিলবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আবার OnePlus 9RT-এর পিছনে দেখা যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ (Sony IMX766) প্রাইমারি সেন্সর, ১৬ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স, ও ২ মেগাপিক্সেল ক্যামেরা।
OnePlus 9RT ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস ১২ কাস্টম স্কিনে রান করতে পারে। এই ফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ফোনটি ১২ জিবি পর্যন্ত LPDDR4x র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ সহ আসতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যার সাথে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, ভ্যারিয়েন্ট অনুযায়ী ওয়ানপ্লাস ৯আরটি ফোনের দাম ২ হাজার থেকে ৩ হাজার ইউয়ানের (প্রায় ২৩,৩৫০-৩৪,৮০০ টাকা) মধ্যে রাখা হবে। ফোনটি তিনটি কালারে আসবে - ব্লু, ডার্ক ম্যাটার (মান্দারিন থেকে ইংরেজিতে অনুবাদিত), ও সিলভার।