লঞ্চের আগেই ফাঁস OnePlus Nord N10 5G ও Nord N100 এর সমস্ত ফিচার
Nord এর হাত ধরে আবার মিড রেঞ্জ সেগমেন্টে ফেরত এসেছে OnePlus। ভারতে এই ফোনটির দাম শুরু হয়েছে ২৪,৯৯৯ টাকা থেকে। তবে কোম্পানির তরফে জানানো হয়েছে, Nord কেবল একটি স্মার্টফোন নয়, এটি একটি সিরিজের নাম, যার আওতায় আরও স্মার্টফোন লঞ্চ করা হবে। এরপরই কয়েকটি রিপোর্টে বলা হচ্ছে আগামী ২৬ অক্টোবর নর্ড সিরিজে OnePlus Nord N10 5G, এবং OnePlus Nord N100 ফোন দুটি কে লঞ্চ করা হবে। এর মধ্যে প্রথম ফোনটি ৫জি হবে এবং দ্বিতীয় ফোনটি ৪জি হবে। সম্প্রতি টিপ্সটার Steve Hemmerstoffer এই ফোন দুটির স্পেসিফিকেশন সামনে আনলেন।
OnePlus Nord N10 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ওয়ানপ্লাস নর্ড এন ১০ ৫জি ফোনে থাকবে ৬.৪৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। সম্ভবত এতে OLED প্যানেল ব্যবহার করা হবে। প্রসেসর হিসাবে এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯০ ৫জি প্রসেসর ব্যবহার করা হবে। স্টোরেজ হিসাবে থাকবে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমরি। এছাড়াও এতে আরও কিছু স্টোরেজ বিকল্প থাকবে বলে আশা করা হচ্ছে।
OnePlus Nord N10 5G হতে পারে কোম্পানির প্রথম ফোন যেখানে ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সাথে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ২টি ২ মেগাপিক্সেল সেন্সর থাকবে। জানিয়ে রাখি নর্ড ফোনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ছিল। এদিকে নর্ড এন ১০ ৫জি ফোনে দেওয়া হবে ৪,৩০০ এমএএইচ ব্যাটারি। এরসাথে WARP চার্জিং সাপোর্ট করবে। আবার এতে হেডফোন জ্যাক উপলব্ধ থাকবে।
OnePlus Nord N100 স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ওয়ানপ্লাস নর্ড এন ১০০ ফোনে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। এর রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর থাকবে। আবার এখানে পাবেন ৪ জিবি ও ৬ জিবি র্যামের বিকল্প এবং ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ বিকল্প। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য OnePlus Nord N100 ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা হবে ১৩ মেগাপিক্সেল। অন্য দুটি ক্যামেরা হবে ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা। সেলফির জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। পাওয়ারের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। ফোনটি হেডফোন জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট সহ আসবে।