Oppo A3: সবার মন জিতে নেবে, জুলাইয়ে দুর্দান্ত ফোন আনছে ওপ্পো, প্রকাশ হল ছবি
ওপ্পো চীনে এপ্রিল মাসে আইপি৬৯ (IP69) রেটেড চ্যাসিস সহ Oppo A3 Pro 5G স্মার্টফোনটি উন্মোচন করেছে। তবে এই ফোনটি সম্প্রতি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করা Oppo A3 Pro হ্যান্ডসেটের থেকে আলাদা। এর একটি স্ট্যান্ডার্ড সংস্করণও খুব শীঘ্রই বাজারে আসছে বলে শোনা যাচ্ছিল। আর এখন ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে যে, তারা আগামী ২ জুলাই চীনে Oppo A3 উন্মোচন করবে। লঞ্চের আগে, কোম্পানি অফলাইন স্টোর, অফিসিয়াল ওয়েবসাইট এবং হোম মার্কেটে জেডি (JD), টিমল (Tmall), ডৌইন (Douyin) এবং পিনডুওডুও (Pinduoduo)-এর মতো অন্যান্য অনলাইন চ্যানেলের মাধ্যমে Oppo A3 ফোনের রিজার্ভেশন প্রক্রিয়া শুরু করেছে। এই ডিভাইসটি কি কি অফার করতে পারে, আসুন জেনে নেওয়া যাক।
Oppo A3 ফোনের ডিজাইন
কোম্পানি ওপ্পো এ৩ এর ব্যতিক্রমী স্থায়িত্বকে হাইলাইট করেছে এবং জোর দিয়েছে যে সমস্ত ফ্ল্যাট স্ক্রিনই ক্ষতির ক্ষেত্রে সমানভাবে প্রতিরোধী নয়। তারা দাবি করেছে যে ওপ্পো এ৩ উচ্চ মানের গ্লাস, মজবুত বিল্ড এবং ফ্ল্যাট স্ক্রিনের ইন-বিল্ট শক্তির সমন্বয়ের মাধ্যমে উচ্চতর ড্রপ রেজিস্ট্যান্স ক্ষমতা প্রদান করবে।
ওপ্পো এখনও ডিভাইসটির প্রযুক্তিগত বিবরণ প্রকাশ করেনি। তবে ব্র্যান্ড নিশ্চিত করেছে যে ওপ্পো এ৩ তিনটি শেডে পাওয়া যাবে - মাউন্টেন গ্রিন, ট্রানকুইলিটি ব্ল্যাক এবং অরোরা পার্পল৷
Oppo A3 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
অঘোষিত Oppo A3 ফোনটিকে সম্প্রতি চায়না টেলিকমের প্রোডাক্ট লাইব্রেরিতে তালিকাভুক্ত থাকতে দেখা গেছে। লিস্টিংটি ডিভাইসের অস্থায়ী মূল্যের সাথে এর সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে। জানা গেছে, Oppo A3 ফোনের পরিমাপ হবে ১৬২.৫৪ x ৭৫.৪৪ x ৭.১৫ মিলিমিটার এবং ওজন ১৭৯ গ্রাম। হ্যান্ডসেটের সামনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা ২,৪১১ x ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন অফার করে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালার ওএস ১৪ (ColorOS 14) অপারেটিং সিস্টেমে চলবে। হ্যান্ডসেটটিতে Qualcomm Snapdragon 695 / নতুন Qualcomm Snapdragon 6s Gen 3 চিপসেট ব্যবহার করা হতে পারে। Oppo A3 বিশাল ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে জানা গেছে।
ফটোগ্রাফির জন্য, Oppo A3 ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকতে পারে। এতে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে - ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ। এই মডেলগুলি যথাক্রমে ২,০৯৯ ইউয়ান (প্রায় ২৪,১১৫ টাকা), ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৬,৪০৫ টাকা) এবং ২,৫৯৯ ইউয়ান (প্রায় ২৯,৮৬০ টাকা) দামে উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে৷