Oppo PEQM00 ১২ জিবি র্যাম ও নতুন মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসরের সাথে আসছে
Oppp-র ঘরেলু মার্কেটে Reno 6 সিরিজ লঞ্চ হওয়া নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। আগামী ২২ মে এই সিরিজ লঞ্চ হবে বলে রিপোর্টে দাবি করা হলেও, অপ্পো এই বিষয়ে এখনও অফিসিয়ালভাবে কিছু জানায়নি। তবে Reno 6 সিরিজের লঞ্চের তারিখ নিয়ে জল্পনার মধ্যে, Oppo-র আরেকটি ফোনকে ঘিরে চর্চা শুরু হল। Oppo PEQM00 মডেল নম্বরের এই নতুন ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি প্রসেসর থাকবে বলে জানা গেছে।
চিনের জনপ্রিয় টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশন তার একটি উইবো পোস্টে জানিয়েছে, অপ্পো, PEQM00 মডেল নম্বরের একটি স্মার্টফোনের ওপর কাজ শুরু করছে। যদিও ফোনটির নাম তিনি বলতে পারেননি। তবে স্পেসিফিকেশন থেকে পরিষ্কার ফোনটি মিড রেঞ্জে লঞ্চ হবে।
চিনের এই সুপরিচিত টিপস্টারের কথা বিশ্বাস করলে, PEQM00 স্মার্টফোনটি ৬.৪৩ ওলেড ডিসপ্লে সহ আসবে। এতে ফুল এইচডি+ রেজোলিউশন ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সেলফির জন্য ফোনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। পিছনের ক্যামেরার সংখ্যা অজানা। তবে, প্রাইমারি ক্যামেরা হিসেবে এতে OmniVision OV64B সেন্সর থাকবে।
আবার অপ্পোর আপকামিং স্মার্টফোনে Mediatek MT6877 Dimensity চিপসেট ব্যবহার করা হবে বলে টিপস্টার জানিয়েছেন। কিন্তু, এই মডেল নম্বরের কোনো চিপসেটের খবর আমাদের কাছে নেই। টিপস্টারের আরও দাবি, PEQM00 স্মার্টফোনে ১২ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ থাকবে। আবার ফোনটি ৪,৪০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে।