ফাঁস সমস্ত ফিচার, নভেম্বরে আসছে Oppo Reno 7 SE, Reno 7, Reno 7 Pro

By :  SHUVRO
Update: 2021-10-29 15:43 GMT

Oppo Reno 7 সিরিজ খুব সম্ভবত সামনেই মাসেই অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে। মনে করা হচ্ছিল যে এই সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন আসতে পারে - Oppo Reno 7, Oppo Reno 7 Pro, ও Oppo Reno 7 Pro+। তবে সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, Reno 7 লাইনআপে আদৌ Pro+ বলে কোনও ভ্যারিয়েন্ট নেই৷ একজন চাইনিজ টিপস্টার এখন ঠিক সেই কথাই জানিয়ে Oppo Reno 7 সিরিজের স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছেন। তবে ওই টিপস্টারের দাবি, Reno 7 পরিবারে Reno 7 SE মডেলের একটি স্মার্টফোন আসবে।

Oppo Reno 7 SE স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

ওপ্পো রেনো ৭ এসই স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৩ ইঞ্চি ই৩ অ্যামোলেড ডিসপ্লে, ডাইমেনসিটি ৯২০ প্রসেসর, ৮ জিবি / ১২ জিবি LPDDR4x র‌্যাম, ১২৮ /২৫৬ জিবি UFS 2.2 স্টোরেজ, ৪,৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আবার এতে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ওপ্পো রেনো ৭ এসই ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা ও ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল (পোট্রেট) রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে।

Oppo Reno 7 স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

ওপ্পো রেনো ৭ স্মার্টফোনে ৬.৫ ইঞ্চি ওলেড ডিসপ্লে + ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ডাইমেনসিটি ১২০০ প্রসেসর, ৮ জিবি / ১২ জিবি LPDDR4x র‌্যাম, ১২৮ /২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ, ও ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।

এছাড়া ফটোগ্রাফির জন্য ওপ্পো রেনো ৭ ফোনে থাকবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা ও ওআইএস-সহ ৫০ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল (পোট্রেট) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

Oppo Reno 7 Pro স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

এটি রেনো ৭ সিরিজের সবচেয়ে হাই-এন্ড ভ্যারিয়েন্ট। রেনো ৭ প্রো ফোনে থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি কার্ভড ওলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, ৮ জিবি / ১২ জিবি LPDDR5 র‌্যাম, ২৫৬ /৫১৩ জিবি UFS 3.1 স্টোরেজ, এবং ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বললে, ওপ্পো রেনো ৭ প্রো ফোনের সামনে দেখা যেতে পারে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।আবার পিছনে থাকতে পারে আইএস-সহ ৫০ মেগাপিক্সেল + ৬৪ মেগাপিক্সেল + ১৩ মেগাপিক্সেল (পোট্রেট) ট্রিপল ক্যামেরা সেটআপ।

Tags:    

Similar News