ক্রেডিট কার্ড নিয়ে আসছে Paytm, কিভাবে আবেদন করবেন জেনে নিন

By :  techgup
Update: 2020-10-19 09:32 GMT

ভারতে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে Paytm একটি জনপ্রিয় নাম। অনলাইন ওয়ালেটের পাশাপাশি তারা Paytm Payments Bank-এ সেভিংস অ্যাকাউন্টের ব্যবস্থাও চালু করেছে। এমনকি কোথাও কোথাও তাদের নিজস্ব ATMও ব্যবহার করা যায়। এবার Paytm-এর তরফ থেকে আরেকটি নতুন সুযোগ আসতে চলেছে। Paytm এবার তাদের নিজস্ব ক্রেডিট কার্ড লঞ্চ করতে চলেছে। এই ক্রেডিট কার্ডের সঙ্গে বিভিন্ন ক্যাশব্যাক অফারও থাকবে। পরবর্তী ১২-১৮ মাসের মধ্যে পেটিএম ২ মিলিয়ন ক্রেডিট কার্ডনিয়ে আসার পরিকল্পনা করেছে। পাশাপাশি ভারতের ক্রেডিট কার্ড বাজারের ১০ শতাংশ দখল করার লক্ষ্য স্থির করেছে তারা।

Paytm ক্রেডিট কার্ডের ফিচার

Paytm ক্রেডিট কার্ডে থাকবে ইনস্ট্যান্ট ওয়ান-টাচ সার্ভিস। এর মাধ্যমে সিকিউরিটি পিন নম্বর দেওয়া, ঠিকানা বদলানো, কার্ড ব্লক করা, নতুন কার্ড নেওয়া এবং কার্ডের ক্রেডিট-লিমিট দেখা সবই সম্ভব হবে। খুব সহজেই ইউজাররা এই ক্রেডিট কার্ডের মাধ্যমে কনট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন। এই কার্ডে আন্তর্জাতিক পেমেন্ট করাও খুব সহজ হবে। Paytm গ্রাহকদের খরচ অনুযায়ী প্রয়োজনীয় টিপসও দেবে।

Paytm ক্রেডিট কার্ডের জন্য আবেদন কীভাবে করবেন

Paytm এই কার্ডের সমস্ত কাজ ডিজিটাল মাধ্যমে করবে। ইউজাররা ক্রেডিট কার্ডের জন্য আবেদন অনলাইনেই করতে পারবেন। Paytm অ্যাপের মধ্যেই তাঁরা সমস্ত বিষয়টি দেখতে পাবেন। ডকুমেন্ট সংগ্রহের সময়ও তারা অ্যাপের মধ্যেই আপলোড করতে পারবেন। KYC পূরণ হওয়ার পর আপনার বাড়িতেই ক্রেডিট কার্ড পৌঁছে যাবে। এই কার্ডে পেমেন্ট ফ্রডের বিরুদ্ধে বিমার সুরক্ষাও দেওয়া হবে।

Paytm ক্রেডিট কার্ডে ক্যাশব্যাক

Paytm ক্রেডিট কার্ডের প্রত্যেকটি ট্রানজ্যাকশনের সাথেই রিওয়ার্ডের ব্যবস্থা আছে, যাতে নিশ্চিত ক্যাশব্যাক পাওয়া যাবে। এই ক্যাশব্যাক পয়েন্টগুলির কোন এক্সপায়ারি ডেট নেই, যত দিন অব্দি খুশী তত দিন অব্দি Paytm-এ কেনাকাটার জন্য এগুলি ব্যবহার করতে পারেন।

Paytm Lending-এর CEO ভাবেশ গুপ্তা জানিয়েছেন, “আমাদের দেশে এখনও ক্রেডিট কার্ডকে সমাজের স্বচ্ছল শ্রেণির ব্যবহার্য বস্তু হিসাবে দেখা হয় এবং সবাই এর সুবিধা নিতে পারে না। Paytm-এ আমাদের লক্ষ্য হল ভারতের তরুণ সমাজ ও পেশাদার ব্যক্তিদের কাছে ক্রেডিট কার্ড পৌঁছে দেওয়া। এই কার্ডগুলি তাদের ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে ব্যয় নিয়ন্ত্রণ করে একটি সুন্দর আর্থিক জীবন কাটাতে সাহায্য করবে। এই সুযোগটি ক্রেডিট মার্কেটে নতুন ইউজারদের এনে অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আসতে পারে।”

Tags:    

Similar News