Poco M4 Pro 5G: তিন দিন পরে দেশে লঞ্চ, পোকোর নয়া ফাইভ-জি ফোনের স্টোরেজ ও কালার অপশন সামনে এল

By :  ANKITA
Update: 2022-02-12 12:34 GMT

Poco M4 Pro 5G ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে আগামী ১৫ ফেব্রুয়ারি৷ আগেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার কারণে স্মার্টফোনটির খুঁটিনাটি সম্পর্কে আমরা জ্ঞাত৷ অনুমান, Poco M4 Pro 5G-এর ভারতীয় ভার্সনেও গ্লোবাল মডেলটির মতো বৈশিষ্ট্য বজায় থাকবে৷ এদিকে ভারতে লঞ্চের আগে Poco M4 Pro 5G-এর কালার অপশন, স্টোরেজ ভ্যারিয়েন্ট-সহ কিছু তথ্য উঠে এসেছে৷

মাইস্মার্টপ্রাইসের প্রতিবেদন অনুযায়ী, Poco M4 Pro 5G এ দেশে ৪ জিবি / ৬ জিবি / ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টে আসবে৷ ইন্টারনাল স্টোরেজ হিসেবে মিলবে ৬৪ এবং ১২৮ জিবি স্টোরেজের বিকল্প৷ Poco M4 Pro 5G তিনটি রঙে বেছে নেওয়া যাবে - পাওয়ার ব্ল্যাক, পোকো ইয়োলো, এবং কুল ব্লু৷

পোকো এম৪ প্রো ৫জি-এর স্পেসিফিকেশনগুলির প্রসঙ্গে আসলে, এতে কর্নিং গরিলা গ্লাসযুক্ত ৯০ হার্ট ৬.৬ ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে রয়েছে৷ ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর দ্বারা পরিচালিত হয়৷ ব্যাকআপের জন্য পোকো এম৪ প্রো ৫জি-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷

ফটোগ্রাফির জন্য, পোকো এম৪ প্রো ৫জি-এ ৫০ মেগাপিক্সেল (ওয়াইড) + ৮ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড) ডুয়েল ক্যামেরা সেটআপ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে৷ এছাড়া এই হ্যান্ডসেটে ডুয়েল স্টেরিও স্পিকার এবং সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

Tags:    

Similar News