Poco X4 Pro 5G, Poco M4 Pro 4G বিশ্ব বাজারে পা রাখছে 28 ফেব্রুয়ারি, থাকবে এই ফিচার

Update: 2022-02-21 18:34 GMT

আগামী সপ্তাহেই পোকো গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে চলেছে Poco X4 Pro 5G এবং Poco M4 Pro 4G স্মার্টফোন দুটি। ইতিমধ্যেই এই ফোনগুলি সম্পর্কে বিভিন্ন মহল থেকে একাধিক তথ্য সামনে এসেছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে Poco X4 Pro 5G মডেলটির রেন্ডার, যার মাধ্যমে এর ডিজাইন সম্পর্কে জানা গেছে। আবার অন্যদিকে, জল্পনা চলছে Poco M4 Pro 4G হ্যান্ডসেটটি Redmi Note 11S- এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করবে। আর এখন সকল জল্পনা কাটিয়ে পোকো ঘোষণা করেছে আগামী ২৮ ফেব্রুয়ারি Poco X4 Pro 5G এবং Poco M4 Pro 4G উভয় হ্যান্ডসেটের ওপর থেকে একসাথে পর্দা সরানো হবে।

আগামী সপ্তাহে বিশ্ব বাজারে পা রাখছে দুটি পোকো স্মার্টফোন

পোকো তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে পোকো এক্স৪ প্রো ৫জি এবং পোকো এম৪ প্রো ৪জি হ্যান্ডসেট দুটির লঞ্চের নির্ধারিত তারিখটি প্রকাশ করেছে। সংস্থার টুইট অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি, সোমবার রাত ৮:০০ টায় (GMT) এই লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে।

https://twitter.com/POCOGlobal/status/1495730022744788998

জানিয়ে রাখি, সম্প্রতি ফাঁস হওয়া পোকো এক্স৪ প্রো ৫জি-এর রেন্ডারগুলি প্রকাশ করেছে যে, এই ফোনটি পোকো ইয়েলো, লেজার ব্লু এবং লেজার ব্ল্যাক- এই তিনটি কালার অপশনে বাজারে উপলব্ধ হবে। শোনা যাচ্ছে এই ফোনটির ভারতীয় মডেলটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ আসবে, আবার এক টিপস্টার দাবি করেছে যে, পোকো এক্স৪ প্রো ৫জি ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে প্রাইমারি ক্যামেরা হিসেবে উপস্থিত থাকবে ১০৮ মেগাপিক্সেলের সেন্সর। ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার পাওয়া যাবে।

এছাড়া, Poco X4 Pro 5G ৬.৭ ইঞ্চির ১২০ হার্টজ অ্যামোলেড (AMOLED) ডটডিসপ্লে সহ আসবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে এবং এতে সর্বাধিক ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ মিলবে।

অন্যদিকে, সম্প্রতি Poco M4 Pro মডেলটি বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চ (Geekbench)- এ উপস্থিত হয়েছে। ফোনটি সাইটের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ৫২৬ এবং ১,৮৩২ পয়েন্ট অর্জন করেছে। এই ডিভাইসে ব্যবহৃত চিপসেটটি মিডিয়াটেক হেলিও জি৯৬ হবে বলে আশা করা হচ্ছে। যার সাথে থাকবে ৬ জিবি র‍্যামের সাপোর্ট।

উল্লেখ্য, দাবি করা হচ্ছে Poco M4 Pro 4G মডেলটি Redmi Note 11S-এর একটি রিব্র্যান্ডেড মডেল হতে পারে। এই দুটি ফোনেরই একই 2201117SI মডেল নম্বর রয়েছে, তাই উভয়ই সম্ভবত প্রায় একই রকম ডিজাইনের সহ আসবে।

Tags:    

Similar News