16 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ, তার আগেই Realme 9 Pro সিরিজের দাম ফাঁস হল
আগামী ১৬ ফেব্রুয়ারি রিয়েলমি ভারত এবং ইউরোপের মার্কেটে লঞ্চ করতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত Realme 9 Pro স্মার্টফোন সিরিজটি। তাৎপর্যপূর্ণভাবে, গত মাসে ভিয়েতনাম এবং ভারতের বাজারে লঞ্চ হওয়া Realme 9i স্মার্টফোনটি Realme 9 Pro এবং Realme 9 Pro+ ফোন দুটির সঙ্গে ইউরোপের মার্কেটে পা রাখবে বলে জানা গেছে। ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট এবং সার্টিফিকেশন সাইটের তালিকা থেকে এই স্মার্টফোনগুলি সম্পর্কে অধিকাংশ তথ্যই সামনে এসেছে। আর এখন লঞ্চের মাত্র দুদিন আগে এক জনপ্রিয় টিপস্টার আসন্ন Realme 9 Pro, Realme 9 Pro+ এবং Realme 9i - এই তিনটি ফোনেরই গ্লোবাল মডেলের দাম, কালার অপশন এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কিত তথ্যগুলি প্রকাশ্যে এনেছেন।
Realme 9i:
জনপ্রিয় টিপস্টার সুধাংশু আম্ভোরে টুইট করে আসন্ন রিয়েলমি ৯ প্রো সিরিজ এবং রিয়েলমি ৯আই মডেলের ইউরোপীয় ভ্যারিয়েন্টটির দাম, রঙের বিকল্প এবং মেমরি কনফিগারেশনগুলি সামনে এনেছেন।
তার টুইট অনুযায়ী, আসন্ন রিয়েলমি ৯আই দুটি ভ্যারিয়েন্টে ইউরোপের বাজারে আসবে। এগুলি হল- ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ। এই ভ্যারিয়েন্টগুলির দাম হবে যথাক্রমে ২১৯ ইউরো (আনুমানিক ১৮,৭১০ টাকা) এবং ২৩৯ ইউরো (আনুমানিক ২০,৪৫০ টাকা)।
আবার, ইতালিতে Realme 9i- এর দুটি ভ্যারিয়েন্টেরই দাম ১০ ইউরো বা ৮৫৫ টাকা বেশি হবে। এই ডিভাইসটি প্রিজম ব্ল্যাক এবং প্রিজম ব্লু - এই দুই কালার অপশনে ইউরোপে উপলব্ধ হবে।
Realme 9 Pro:
রিয়েলমি ৯ প্রো স্মার্টফোনটি ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি- এই দুটি ভ্যারিয়েন্টেই ইউরোপের বাজারে আসবে। এগুলোর দাম যথাক্রমে ৩১৯ ইউরো (আনুমানিক ২৭,৩০০ টাকা) এবং ৩৪৯ ইউরো (আনুমানিক ২৯,৮৫০ টাকা)।
উল্লেখ্য, ইতালির বাজারে Realme 9 Pro ফোনের বেস মডেলের দাম ১০ ইউরো বেশি হবে, তবে উচ্চতর মডেলটির একই দাম হবে। এই আসন্ন রিয়েলমি স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক, সানরাইজ ব্লু এবং অরোরা গ্রীন- এই তিনটি কালারে পাওয়া যাবে।
Realme 9 Pro+:
ইউরোপে রিয়েলমি ৯ প্রো+ ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হবে ৩৭৯ ইউরো (আনুমানিক ৩২,৫০০ টাকা)। আবার কিছু ইউরোপীয় বাজারে রিয়েলমি ৯ প্রো+ ফোনের ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণটিও উপলব্ধ হবে বলে জানা গেছে।
ইতালিতে Realme 9 Pro+ ফোনটি ৮ জিবি র্যাম+ ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- উভয় ভ্যারিয়েন্টই পাওয়া যাবে। ইতালিতে এই মডেলগুলির দাম যথাক্রমে ৩৯৯ ইউরো (আনুমানিক ৩৪,১৫০ টাকা) এবং ৪৩৯ ইউরো (আনুমানিক ৩৭,৫৫০ টাকা) হবে৷ এই মডেলটিও বেস মডেলের মতো মিডনাইট ব্ল্যাক, সানরাইজ ব্লু এবং অরোরা গ্রিন- এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে।