Realme 9 Pro+ আজ প্রথমবার কেনার বিরাট সুযোগ, পাবেন ২ হাজার টাকা পর্যন্ত ছাড়
গত ১৬ই ফেব্রুয়ারি একটি ভার্চুয়াল ইভেন্টে Realme 9 Pro 5G এবং Realme 9 Pro+ 5G স্মার্টফোনকে ভারতে লঞ্চ করা হয়েছিল। যার মধ্যে Realme 9 Pro+ 5G মডেলটি আজ অর্থাৎ ২১শে জানুয়ারি দুপুর ১২টা থেকে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। নবাগত এই ডিভাইসকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (realme.com), ই-কমার্স সাইট Flipkart এবং মেইনলাইন চ্যানেলগুলির মাধ্যমে কেনা যাবে। আর সেল অফার হিসাবে এই স্মার্টফোনের সাথে নানাবিধ ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। যার দরুন Realme 9 Pro+ 5G হ্যান্ডসেটকে ২,০০০ টাকা কমে পকেটস্থ করে নেওয়া যাবে। ফিচারের প্রসঙ্গে বললে, এই নতুন ফোনের বিশেষত্ব হল, এটি লাইট শিফ্ট ডিজাইন সহ লঞ্চ হয়েছে, যার ফলে সূর্য-রশ্মির ছোঁয়ায় রিয়ার প্যানেলের রঙ পরিবর্তন হবে। এছাড়া, এতে ৯০ হার্টজ রেটের FHD+ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ চিপসেট, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৬০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট পাওয়া যাবে। তাহলে চলুন সেল শুরু হওয়ার আগেই Realme 9 Pro+ 5G এর দাম, অফার ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Realme 9 Pro+ 5G দাম ও সেল অফার
রিয়েলমি ৯ প্রো+ ৫জি স্মার্টফোনকে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৬ জিবি র্যাম +১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। এছাড়া, ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে যথাক্রমে ২৬,৯৯৯ টাকা এবং ২৮,৯৯৯ টাকা।
সেল অফারের কথা বললে, যে সকল গ্রাহকেরা নয়া Realme 9 Pro+ 5G স্মার্টফোনকে HDFC ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনবেন, তাদের ফ্ল্যাট ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। আবার অন্যান্য ডেবিট বা ক্রেডিট কার্ড গ্রাহকরা ১,০০০ টাকা ছাড় পাবেন। এই হ্যান্ডসেটকে তিনটি কালার ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে - সানরাইজ ব্লু, মিডনাইট ব্ল্যাক এবং অরোরা গ্রিন।
Realme 9 Pro+ 5G স্পেসিফিকেশন ও ফিচার
সদ্য লঞ্চের মুখ দেখা রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি স্মার্টফোনকে লাইট শিফ্ট ডিজাইনের সাথে নিয়ে আসা হয়েছে। এতে, ২০:৯ এসপেক্ট রেশিও ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) সুপার AMOLED ডিসপ্লে আছে। ফাস্ট পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য ফোনে, অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম স্কিন পাওয়া যাবে। স্টোরেজের ক্ষেত্রে ডিভাইসে ৮ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল মেমরি উপলব্ধ। প্রসঙ্গত, এই স্মার্টফোনকে র্যাম এক্সপেনশন টেকনোলজির সাথে নিয়ে আসা হয়েছে, ফলে ভার্চুয়াল র্যামের সাপোর্ট পেয়ে যাবেন ইউজাররা।
Realme 9 Pro+ 5G ফোনে সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। আবার এই সিকিউরিটি সিস্টেমের মধ্যেই হাৰ্ট রেট মনিটরিং সেন্সরও উপস্থিত, যা ইউজারের স্বাস্থ্যের দিকে নজরদারি রাখবে। এবার আসা যাক ক্যামেরা ফ্রন্টের প্রসঙ্গে। কথিত হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে থাকা ক্যামেরা মডিউলে ট্রিপল সেন্সর সেটআপ লক্ষণীয়। এগুলি হল, ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এছাড়া, সেলফি তোলার জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।
তদ্ব্যতীত, রিয়েলমির এই লেটেস্ট ৫জি ফোনে কানেক্টিভিটির জন্য রয়েছে, 5G, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫মিমি হেডফোন জ্যাক। পরিশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য Realme 9 Pro+ 5G ফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ৬০ওয়াট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।