Realme 9 সিরিজ আসছে এই দিওয়ালিতে, তার আগেই বাজারে Realme 8s ও Realme 8i
ঘন ঘন স্মার্টফোন লঞ্চ করে ক্রেতা এবং সংবাদমাধ্যম উভয়কে ব্যস্ত রাখা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে রিয়েলমি। Realme GT ও Realme GT Master Edition-এর আত্মপ্রকাশের রেশ না কাটতেই এখন শোনা যাচ্ছে সংস্থাটির তিনটি আসন্ন স্মার্টফোনের নাম। Realme 9 সিরিজ, এবং Realme 8s ও Realme 8i শীঘ্রই বাজারে আসবে বলে আজ জানা গেছে। উল্লেখ্য, কিছুদিন আগেই Realme 8s ও Realme 8i-এর ফিচারসহ রেন্ডার ফাঁস হয়েছিল।
Realme 9 সিরিজ, এবং Realme 8s ও Realme 8i কখন লঞ্চ হবে
টিপস্টার যোগেশ ব্র্যারের কাছ থেকে তথ্য পেয়ে ৯১মোবাইলস তাদের প্রতিবেদনে জানিয়েছে, দিওয়ালির ঠিক আগে, অক্টোবরে ভারতে লঞ্চ হবে Realme 9 সিরিজ। Realme 8-এর এই সাক্সেসর আসতে চলেছে একাধিক ভ্যারিয়েন্টে। আবার এই মাসে একটি লঞ্চ ইভেন্ট রাখতে পারে রিয়েলমি। যেখানে Realme 8s ও Realme 8i উন্মোচিত করা হবে।
Realme 8s স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
৬.৫ ইঞ্চি ৯০ হার্টজ এলসিডি ডিসপ্লের সাথে আসবে রিয়েলমি ৮এস। এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর ব্যবহার করা হবে, অর্থাৎ এতে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে। ৬ জিবি/৮ জিবি র্যাম ও ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ অপশনে রিয়েলমি ৮এস পাওয়া যেতে পারে।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনের ডিসপ্লের পাঞ্চ হোল কাটআউটে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। আর পিছনে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা থাকতে পারে।
সফটওয়্যারের দিক থেকে রিয়েলমি ৮এস অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমিইউআই ২.০ কাস্টম স্কিনে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Realme 8i স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
রিয়েলমি ৮আই স্মার্টফোনে থাকতে পারে ৬.৫৯ ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর ব্যবহার করা হবে. সঙ্গে থাকবে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।
বলা হচ্ছে, রিয়েলমি ৮আই-এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা, ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে।
FCC লিস্টিং অনুসারে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমিইউআই ২.০, সাউড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, এনএফসি ফিচারের সাথে আসবে Realme 8i।