ভারতে Realme Buds Q এর বাম্পার সেল, প্রথম দিনে বিক্রি হল ২৫ হাজার ইউনিট

By :  techgup
Update: 2020-07-03 08:53 GMT

ভারতে গতকাল ছিল রিয়েলমির ওয়্যারলেস ইয়ারফোন Realme Buds Q এর প্রথম সেল। এই সেল Realme.com এবং Amazon.in এ অনুষ্ঠিত হয়েছিল। এই সেলে গ্রাহকদের থেকে দুর্দান্ত সাড়া পেয়েছে কোম্পানি। কোম্পানির তরফে টুইট করে জানানো হয়েছে প্রথম সেলে রিয়েলমি বাডস কিউ এর ২৫,০০০ ইউনিট বিক্রি হয়েছে। ভারতে এটি Xiaomi Redmi Earbuds S এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আপনাকে জানিয়ে রাখি রিয়েলমির এই নতুন বাডস ভারতে উপলব্ধ সেরা বাজেট ট্রু ওয়্যারলেস ইয়ারফোনগুলির মধ্যে অন্যতম। একে কোম্পানি Realme X3, Realme X3 SuperZoom এর সাথে লঞ্চ করেছিল। ভারতে এই ইয়ারবাডের দাম রাখা হয়েছে ১,৯৯৯ টাকা। এটি কালো, হলুদ ও সাদা রঙে পাওয়া যাবে।

https://twitter.com/realmeLink/status/1278562272198057984

Realme Buds Q স্পেসিফিকেশন :

রিয়েলমি তাদের এই নতুন বাডস কিউ ফ্রান্স ডিজাইনার Jose Levy এর সাথে মিলিয়ে বানিয়েছে। এটি ১০ মিমি ড্রাইভার্স এর সাথে এসেছে। যেটি IPX4 রেটিং প্রাপ্ত। অর্থাৎ জল ও ধুলোবালি রোধী এটি। Realme Buds Q এর ওজন ৩.৬ গ্রাম এবং এর কেস সহ ওজন ৩৫.৩ গ্রাম। এই ট্রু ওয়্যারলেস ইয়ারফোনে স্ট্যান্ডার্ড এসবিসির পাশাপাশি এএসি কোডেক সাপোর্ট করে।

রিয়েলমি দাবি করেছে এর কেস ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এসেছে। যদিও এখানে Buds Air এর মত কোনো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে না। ইয়ারফোনটিতে চার্জিংয়ের জন্য মাইক্রো ইউএসবি পোর্ট উপলব্ধ। এতে রিয়েলমে লিংক অ্যাপ্লিকেশন, সুপার-লো লেটেন্সি মোড, টাচ কন্ট্রোল এবং ব্লুটুথ ৫.০ সাপোর্ট করবে। কোম্পানির দাবি অনুযায়ী, ইয়ারফোনটি ফুল চার্জে একটানা সাড়ে চার ঘন্টা গান শুনতে দেয়। আবার এর কেসের সাহায্যে ফুল চার্জে ২০ ঘণ্টা ব্যাকআপ পাওয়া সম্ভব।

Tags:    

Similar News