সস্তা Realme C21Y আজ ভারতে লঞ্চ হতে চলেছে, জেনে নিন দাম ও ফিচার

Update: 2021-08-23 06:13 GMT

Realme তাদের এন্ট্রি-লেভেল C সিরিজের নতুন ফোন হিসেবে আজ ভারতে লঞ্চ করতে চলেছে Realme C21Y। দুপুর ১২:৩০ মিনিটে ফোনটি ভারতে পা রাখবে। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি Realme C21Y ই-কমার্স সাইট Flipkart থেকে পাওয়া যাবে। ইতিমধ্যেই বিশেষ বিশেষ ফিচার সহ Flipkart এই ফোনের জন্য একটি মাইক্রো সাইট তৈরী করেছে। উল্লেখ্য ফোনটি আগেই ভিয়েতনামে লঞ্চ হয়েছিল।

Realme C21Y এর দাম

ভারতে রিয়েলমি সি২১ ওয়াই এর দাম ১০,০০০ টাকার কাছাকাছি রাখা হতে পারে। কারণ ভিয়েতনামে এই ফোনের ৩ জিবি + ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল ৩,৪৯০,০০০ ভিয়েতনামিজ ডং, যা ভারতীয় মুদ্রায় ১১,২৯৫ টাকার সমান।

Realme C21Y এর স্পেসিফিকেশন

রিয়েলমি সি২১ ওয়াই ফোনে অক্টা-কোর ইউনিসক টি৬১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৪ জিবি পর্যন্ত LPDDRX র‌্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ সহ ভারতে পাওয়া যেতে পারে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। রিয়েলমি সি২১ ওয়াই ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা দীর্ঘক্ষন ব্যাকআপ দেবে। আবার সিকিউরিটির জন্য থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক।

Realme C21Y ফোনে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x১৬০০) আইপিএস এলসিডি স্ক্রিন দেখা যাবে। ডিসপ্লের মধ্যে ওয়াটারড্রপ নচে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা উপস্থিত। আবার পিছনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ২ মেগাপিক্সেল মনোক্রম লেন্স।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News