Realme C31: রিয়েলমির সি সিরিজের এই নতুন স্মার্টফোন ভারতে আসছে, মেমরি ও কালার অপশন সামনে এল
রিয়েলমি ভারতের বাজারে তাদের C-সিরিজের একধিক নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি থাইল্যান্ডের বাজারে পা রেখেছে Realme C35 স্মার্টফোনটি এবং এই হ্যান্ডসেটটি শীঘ্রই এদেশেও উন্মোচিত হবে বলে জল্পনা চলছে। আবার এই সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন, Realme C31-ও ভারতের বাজারে লঞ্চের অপেক্ষায় রয়েছে। তবে আসন্ন লঞ্চের আগে এখন এক জনপ্রিয় টিপস্টার এই রিয়েলমি স্মার্টফোনটির স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং কালার অপশনগুলি প্রকাশ করেছেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক আসন্ন Realme C31 হ্যান্ডসেটটির সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল।
Realme C31- এর মেমরি কনফিগারেশন এবং রঙের বিকল্প প্রকাশ্যে এল
টিপস্টার মুকুল শর্মা সম্প্রতি টুইট করে রিয়েলমি সি৩১- এর স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং কালার অপশনগুলি সামনে এনেছেন। তার দাবি অনুযায়ী, আসন্ন রিয়েলমি ফোনটি ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ- এই দুটি ভ্যারিয়েন্টে ভারতের বাজারে আসবে। এছাড়া, এই হ্যান্ডসেটটি ডার্ক গ্রীন এবং লাইট সিলভারের মতো কালারে উপলব্ধ হবে।
জানিয়ে রাখি, সম্প্রতি একটি সূত্র থেকে জানা গেছে, RMX3501 মডেল নম্বরটি রিয়েলমি সি৩১ হ্যান্ডসেটের। ডিভাইসটি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC), টিইউভি (TUV), ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN), এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)- এর অনুমোদন লাভ করেছে। এই সাইটের তালিকাগুলি থেকে জানা গেছে যে ডিভাইসটি ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম এবং ব্লুটুথ ৫.০ সহ আসবে৷
প্রসঙ্গত, Realme C31-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলি এখনও অজানাই রয়েছে। মনে করা হচ্ছে এই স্মার্টফোনটি স্পেসিফিকেশনের দিক থেকে Realme C35-এর নীচেই অবস্থান করবে। সম্প্রতি থাইল্যান্ডে লঞ্চ হওয়া Realme C35 মডেলটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে সহ এসেছে। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল (প্রাইমারি) + ২ মেগাপিক্সেল (ডেপ্থ) + 2-মেগাপিক্সেল (ম্যাক্রো) সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ।
এছাড়া, Realme C35 ফোনটি ইউনিসক টি৬১৬ (Unisoc T616) চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্টে থাইল্যান্ডের বাজারে এসেছে। এছাড়া এতে পাওয়ার ব্যাকআপের জন্য ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য, Realme C35 ফোনে রয়েছে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। নতুন সি-সিরিজের রিয়েলমি ফোনগুলি এবছরের প্রথম ত্রৈমাসিকেই ভারতে আসবে বলে আশা করা হচ্ছে।