Realme C33 হবে সস্তা ফোন, অনুমোদন পেল NBTC, BIS, FCC, ও EEC সাইট থেকে, কি কি জানা গেল

By :  SUPARNA
Update: 2022-08-17 14:09 GMT

Realme হয়তো শীঘ্রই C সিরিজের একটি নতুন হ্যান্ডসেটের সাথে হাজির হতে পারে। কারণ, সংস্থার Realme C33 নামের একটি আপকামিং ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য চলতি মাসের শুরুতে প্রকাশ্যে এসেছিল। আর আজ এই একই মডেলকে 'ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন্স কমিশন' বা সংক্ষেপে NBTC সার্টিফিকেশনে সাইটে উপস্থিত হতে দেখে গেছে। যার দরুন এই সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনটি যে বর্তমানে লঞ্চের দোরগোড়ায় দাঁড়িয়ে সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না।

NBTC সার্টিফিকেশন সাইটে উপস্থিত হল Realme C33 স্মার্টফোন

আসন্ন রিয়েলমি সি৩৩ স্মার্টফোনকে আজ NBTC সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। অতএব, ডিভাইসটি কিছুমাসের মধ্যে থাইল্যান্ডে আত্মপ্রকাশ করবে। এই সার্টিফিকেশন সাইটটির লিস্টিংয়ের মাধ্যমে ডিভাইসটি সম্পর্কে খুবই সীমিত সংখ্যক তথ্য সামনে এসেছে। জানা গেছে, এই ফোন RMX3624 মডেল নম্বর বহন করবে এবং এটি ৪জি নেটওয়ার্ক কানেক্টিভিটি সহ আসবে।

প্রসঙ্গত, রিয়েলমির সি-সিরিজ অধীনস্ত এই আসন্ন স্মার্টফোনটি ইতিমধ্যেই FCC, EEC এবং BIS দ্বারা অনুমোদন লাভ করেছে। এই সকল সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুযায়ী, রিয়েলমি সি৩৩ হবে একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন যা সিঙ্গেল ব্যান্ড ওয়াই-ফাই সমর্থন করবে। ডিভাইসটি পুরোনো অ্যান্ড্রয়েড ১১ ওএস দ্বারা চালিত হবে, যেখানে কিনা গতকালই লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ রোলআউট হয়ে গেছে। হয়তো লো-প্রাইজ সেগমেন্টের অধীনে আসার দরুন লেটেস্ট ওএস ভার্সন ব্যবহার করা হয়নি। যাইহোক, ফোনে একটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকছে। আর কয়েকটি নির্বাচিত বাজারের ক্ষেত্রে, 'কন্টাক্টলেস পেমেন্ট' সিস্টেমের জন্য এই হ্যান্ডসেট NFC ফিচার সহ আসতে পারে।

এছাড়া পূর্বে প্রকাশিত কয়েকটি রিপোর্ট অনুসারে, Realme C33 -কে ভারতে তিনটি কালার বিকল্পে পাওয়া যাবে। এই কালার অপশনগুলির আনুষ্ঠানিক নাম হবে - স্যান্ডি গোল্ড, অ্যাকোয়া ব্লু এবং নাইট সি। একই সাথে, এদেশে ফোনটিকে তিনটি স্বতন্ত্র মেমরি কনফিগারেশনে বিক্রি করা হবে বলেও জানা গেছে। সেক্ষেত্রে, লঞ্চ-পরবর্তী সময়ে গ্রাহকেরা এটিকে ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ, ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বেছে নিতে পারবেন।

উপরি উল্লেখিত তথ্যাদি ভিন্ন আপকামিং Realme C33 সম্পর্কে আপাততভাবে আমরা আর কিছু জানতে পারিনি। তবে লঞ্চের সময় যত ঘনিয়ে আসবে ততই আলোচ্য স্মার্টফোন সংক্রান্ত নিত্যনতুন তথ্য প্রকাশ্যে আসবে বলে আমাদের আশা।

Tags:    

Similar News