ভাল ভাল ফোনকে বেগ দেবে, আগামীকাল লঞ্চের আগেই ফাঁস Realme GT 6 এর দাম
Realme GT 6 ভারত সহ গ্লোবাল মার্কেটে আগামী ২০ জুন লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই সংস্থা ফোনটির ডিজাইন, কালার অপশন, ও ফিচার্স সম্পর্কিত নানা তথ্য সামনে এনেছে। তবে দাম কত হতে পারে সে বিষয়টি এতদিন অন্ধকারে ছিল। এখন সেই জল্পনার অবসান ঘটিয়ে একটি রিপোর্ট Realme GT 6-এর ভারতীয় ভ্যারিয়েন্টের দাম ফাঁস করেছে।
ভারতে Realme GT 6 ফোনের দাম (সম্ভাব্য)
স্মার্টপিক্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রিয়েলমি জিটি ৬-এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম হতে পারে ৩৯,৯৯৯ টাকা। এছাড়া, ফোনটি ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনেও লঞ্চ হতে পারে। যার দাম হবে ৪২,৯৯৯ টাকা। উল্লেখ্য, এই মূল্য কোনওপ্রকার অফার বা ডিসকাউন্ট না ধরেই।
Realme GT 6 স্পেসিফিকেশন (সম্ভাব্য)
রিয়েলমি জিটি নিও ৬ ফোনে ৬.৭৮ ইঞ্চির ওলেড এস১ (OLED S1) কার্ভড-এজ ডিসপ্লে থাকবে, যা ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করলে। স্ক্রিনটি ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৬,০০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা অফার করবে৷ ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হচ্ছে।
ফটোগ্রাফির জন্য, রিয়েলমি জিটি ৬ ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ৫০মেগাপিক্সেল টেলিফটো লেন্স মিলবে৷ আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে। ডিভাইসটির ৫,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। সবশেষে, ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ নির্ভর রিয়েলমি ইউআই ৫ কাস্টম স্কিনে চলবে।