৫০০০ টাকা ডিসকাউন্ট, Realme GT Master Edition সবচেয়ে কম দামে কেনার সুযোগ

Update: 2021-09-29 17:59 GMT

ভিন্ন ধরণের ডিজাইন সহ আগস্টের মাঝামাঝি সময়ে ভারতে লঞ্চ হয় Realme GT Master Edition (রিয়েলমি জিটি মাস্টার এডিশন)। মিড রেঞ্জে আসা এই ফোনটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে বিক্রি বাড়াতে আসন্ন Flipkart Big Billion Days ( ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ) সেলে এই ফোনটির ওপর আকর্ষণীয় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে Realme। সেলের মাইক্রোসাইট অনুযায়ী, Realme GT Master Edition ফোনের তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট আগামী ৩ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৫,০০০ টাকা ডিসকাউন্টে পাওয়া যাবে। সাথে থাকবে এক্সচেঞ্জ অফার, ব্যাংক কার্ড ও ওয়ালেট ক্যাশব্যাকের মতো নানা সুবিধা।

Realme GT Master Edition-এর দাম এবং অফার

রিয়েলমি জিটি মাস্টার এডিশন ফোনের ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজের দাম ২৫,৯৯৯ টাকা; তবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে এটি ২০,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আবার ৮ জিবি/১২৮ জিবি স্টোরেজ সংস্করণ এবং ৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য যথাক্রমে ২৭,৯৯৯ টাকা এবং ২৯,৯৯৯ টাকা হলেও, এগুলি সেলে ২২,৯৯৯ টাকায় ও ২৪,৯৯৯ টাকায় কেনা যাবে।

আবার অ্যাক্সিস ব্যাংক বা আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে ১০ শতাংশ অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া ফ্লিপকার্ট বাদে যারা সংস্থার নিজস্ব অনলাইন স্টোর (realme.com) থেকে রিয়েলমি জিটি মাস্টার এডিশন ফোনটি কেনার সিদ্ধান্ত নেবেন এবং আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন তারা ২,০০০ টাকা ছাড় পাবেন। পাশাপাশি ফোনটির সাথে ৪,৯৯৯ টাকা মূল্যের Realme Buds Air Pro ফ্রি-তে মিলবে।

Realme GT Master Edition-এর স্পেসিফিকেশন, ফিচার

রিয়েলমি জিটি মাস্টার এডিশন হল একটি বিশেষভাবে ডিজাইন করা হ্যান্ডসেট, যার ভয়েজার গ্রে রঙের মডেলে স্যুটকেসের মত অনন্য নকশা দেখা যাবে। এই মডেলের ব্যাক প্যানেলে থাকবে চামড়ার উপাদান, যেখানে কসমস ব্লু ও লুনা হোয়াইট কালার ভ্যারিয়েন্টে গ্লাস ব্যাক সম্বলিত প্রিমিয়াম ডিজাইন পরিলক্ষিত হবে। এই ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, স্ন‌্যাপড্রাগন ৭৭৮ চিপসেট, ৪,৩০০ এমএএইচ ব্যাটারি, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ক্যামেরার ক্ষেত্রে, এতে পাওয়া যাবে ৬৪ মেগাপিক্সেল (অ্যাপারচার এফ/১.৮) প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম স্কিনে রান করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News