৩ হাজার টাকার ডিসকাউন্টে কিনুন Realme GT Neo 2, কাল অফার শেষ
গতকাল থেকে শুরু হয়েছে Flipkart এর Big Bachat Dhamaal sale। এই সেলে বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি রিয়েলমির ফোন অফারের সাথে পাওয়া যাচ্ছে। আজ থেকে শুরু করে আগামীকাল রাত ১২টা পর্যন্ত চীনা সংস্থাটির কয়েকটি বাছাই করা লেটেস্ট ও অ্যাডভান্স স্মার্টফোনের সাথে ক্রেতারা পেয়ে যাবেন বাম্পার ডিসকাউন্ট এবং নানাবিধ আকর্ষণীয় অফার। তবে এই প্রতিবেদনে আমরা রিয়েলমির একটি ফোন নিয়ে কথা বলবো, যার নাম জিটি নিও ২ (GT Neo 2)। সেল চলাকালীন অর্থাৎ ৯ জানুয়ারি পর্যন্ত এই প্রিমিয়াম স্মার্টফোনের দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথেই ফ্লাট ৩,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হবে। আসুন জেনে নিই ফোনটি এরপর কত দামে পকেটস্থ করা যাবে।
রিয়েলমি জিটি নিও ২ দাম ও অফার (Realme GT Neo 2 Price and Offer)
স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর চালিত রিয়েলমি জিটি নিও ২ স্মার্টফোনকে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে লঞ্চ করা হয়। যার মধ্যে, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম তৎকালীন সময়ে ছিল ৩১,৯৯৯ টাকা। তবে চলমান সেলের দৌলতে এটিকে এখন ৩,০০০ টাকার ডিসকাউন্টের সাথে মাত্র ২৮,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। এছাড়া, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনের সাথেও ৩,০০০ টাকার ছাড় পাওয়া যাবে। যার দরুন, এটির দাম ৩৫,৯৯৯ টাকার থেকে কমে এখন ৩২,৯৯৯ টাকা হয়ে গেছে। ফোনটি নিও গ্রীন, নিও ব্লু এবং নিও ব্ল্যাক কালারে বেছে নেওয়া যাবে।
রিয়েলমি জিটি নিও ২ স্পেসিফিকেশন (Realme GT Neo 2 specifications)
রিয়েলমি জিটি নিও ২ স্মার্টফোনে আছে, একটি ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি প্লাস স্যামসাং ই৪ অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইল এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১৩০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০ টেকনোলজি সাপোর্ট করে। আবার ফাস্ট পারফরম্যান্স অফার করার জন্য, রিয়েলমির এই ফোন ফ্ল্যাগশিপ গ্রেড কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম স্কিন চালিত।
ক্যামেরা ফ্রন্টের কথা বললে, এই ফোনের রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। একই ভাবে সেলফি তোলার জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরাও পাওয়া যাবে।
তদুপরি, কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল আছে, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক সহ আরো একাধিক বিকল্প। Realme GT Neo 2 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি অনুযায়ী, এই ব্যাটারি ৪০ মিনিটের স্বল্প চার্জে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটি ৮.৬ মিমি পুরু এবং এর ওজন ১৯৯.৮ গ্রাম।