৬৪ মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসছে Realme GT Neo 2, দাম ও ফিচার দেখে নিন
চীনের বাজারে পরশুদিন অর্থাৎ ২২ সেপ্টেম্বর Realme GT Neo 2 লঞ্চ হতে চলেছে। তুমুল জনপ্রিয়তা লাভ করা Realme GT Neo-র সাক্সেসর মডেল হিসেবে আসছে এই স্মার্টফোন। আনঅফিসিয়াল ভাবে অনেক আগেই Realme GT Neo 2-এর বিভিন্ন তথ্য নানা সূত্র থেকে সামনে এসেছে। এখন সেগুলির মধ্যেই একটি একটি করে ফিচার টিজ করছে রিয়েলমি কর্তৃপক্ষ। খুব সম্প্রতি ব্যাটারি, পারফরম্যান্স ও ডিসপ্লে সর্ম্পকে তথ্য প্রকাশ করা হয়েছিল। অফিসিয়াল লঞ্চের দু'দিন আগে এবার Realme GT Neo 2-এর ক্যামেরা স্পেসিফিকেশন টিজ করল সংস্থা।
Realme GT Neo 2 ক্যামেরা
রিয়েলমি চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে একটি টিজার পোস্টার শেয়ার করেছে। তাতে বলা হয়েছে, রিয়েলমি জিটি নিও ২ ফোনে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা থাকবে। বাকি দুই ক্যামেরার ব্যাপারে অবশ্য কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে যে, অরিজিনাল জিটি নিও-এর মতো এই ডিভাইসটি ৮ মেগাপিক্সেল সুপারওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরার সঙ্গে আসবে।
Realme GT Neo 2 পারফরম্যান্স
রিয়েলমি জিটি নিও ২ স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আসবে। ফোনে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকবে। এছাড়া এই হ্যান্ডসেটে ডায়মন্ড আইস কোর কুলিং সিস্টেম দেওয়া হবে।
Realme GT Neo 2 ডিসপ্লে
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, রিয়েলমি জিটি নিও ২-তে ই৪ অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার হবে। পুরনো প্রজন্মের প্যানেলের তুলনায় এটি ১৫ শতাংশ পাওয়ার কম খরচ করবে। ফোনটির স্ক্রিন ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ৬০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১৩০০ নিটস ব্রাইটনেস, ডিসি ডিমিং ও কর্নিং গরিলা গ্লাস প্রটেকশনের সাথে আসবে। এছাড়া সিকিউরিটির জন্য ফোনে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
উল্লেখ্য, জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, দু’রকম প্রসেসরের সাথে লঞ্চ হবে Realme GT Neo 2। এটির Dimensity 1200 AI চিপ ভ্যারিয়েন্টের দাম ২,০০০ ইউয়ানের (প্রায় ২২,৮০০ টাকা) কাছাকাছি রাখা হবে। এ ছাড়া স্মার্টফোনটির Snapdragon 870 প্রসেসর ভ্যারিয়েন্টের দাম ২,৫০০ ইউয়ানের (প্রায় ২৮,৫০০ টাকা) আশেপাশে হবে।