Realme GT Neo 3 আসছে Dimensity 1200 চিপ এবং 120Hz অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে, মার্চে লঞ্চ হতে পারে
বিপুল জনপ্রিয় Realme GT Neo-এর সাক্সেসর হিসেবে গত বছরের সেপ্টেম্বরে Realme GT Neo 2 লঞ্চ হয়েছিল। অরিজিনাল প্রিমিয়াম মডেলের মতো দ্বিতীয় এডিশনও বাজারে দারুণ সাড়া ফেলেছে। ঘনঘন স্মার্টফোন লঞ্চ করার জন্য পরিচিত রিয়েলমি। সূত্রের খবর, তারা এবার Realme GT Neo 2-এর আপগ্রেড ভার্সনের উপরে কাজ শুরু করেছে। যা Realme GT Neo 3 হিসেবে বাজারে আসবে। এটি লঞ্চ হতে পারে আগামী মার্চে।
এক জনপ্রিয় চীনা টিপস্টার Realme GT Neo 3-এর স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে। টিপস্টারের রিপোর্ট অনুযায়ী, Realme GT Neo 3 স্মার্টফোনে ৬.৬২ ইঞ্চি ই৪ অ্যামোলেড ডিসপ্লে থাকবে। যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। রিপোর্টে উল্লেখ না থাকলেও এতে ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সমর্থন থাকবে বলে ধরে নেওয়া যায়।
Realme GT Neo 3 পরিচালিত হবে MediaTek Dimensity 8000 ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা। ডিভাইসটি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে আসবে বলে দাবি করা হয়েছে।
রিয়েলমি জিটি নিও ৩-এর রিয়ার ক্যামেরা মডিউলে একটি ৫০ মেগাপিক্সেল (সনি আইএমএক্স৭৬৬) মেইন সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেল (স্যামসাং জেএন ১) সেকেন্ডারি লেন্স, এবং একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা লেন্স দেখা যেতে পারে। রিয়েলমি জিটি নিও ৩-এর ব্যাটারি ক্যাপাসিটি হতে পারে ৫,০০০ এমএএইচ। এটি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এছাড়া স্কাই ব্ল্যাক, ক্রেপ মার্টেল, এবং মর্নিং স্টার কালার অপশনে আসতে পারে রিয়েলমি জিটি নিও ৩।